![](https://samayupdates.in/wp-content/uploads/2022/02/interflora-2.jpg)
আজ ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসার দিন। আর এই ভালোবাসার দিনে নিজের ভালোবাসার মানুষটিকে ফুল উপহার দেওয়া একটি ঐতিহ্যের মতো। ভালোবাসার কথা প্রকাশ করার একটা মাধ্যম হল ফুল। প্রিয় বন্ধু কিংবা ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় হতে পারে ফুলের মাধ্যমেই। ফুলের সঙ্গে আসা সুবাস, সতেজতা অনুভব করার মতো আর কিছুই হয়না। সেইজন্যই উপহার হিসাবে ফুলের কোনও বিকল্প হয় না। আর সেই কারণেই ভালোবাসা দিবসে বিশেষ মানুষটিকে উপহার দেওয়ার জন্য ‘ইন্টারফ্লোরা’ নিয়ে এসেছে বিভিন্ন মূল্যের ফুলের বোকে। ফুলের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে-র অফারে ইন্টারফ্লোরা নিয়ে এসেছে — লার্জ সাইজ বক্স, লাভ এনভেলপ, ফরচুন কুকিজ, হোয়াইট গার্ডেনিয়া ক্যান্ডেল, লাভ বেলুন, কুকিজ, হোমমেড ডার্ক চকোলেট, নিউ ইন্টারফ্লোরা চকোলেট বারস্-সহ আরও অনেক কিছু। এখানেই শেষ নয়, ইন্টারফ্লোরার ভ্যালেন্টাইন্স ডে-র অফারে রয়েছে লাক্সারি ফ্লোরাল গিফ্টসও। এগুলি অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা। ইন্টারফ্লোরা ওয়েডিংস, ইন্টারফ্লোরা গিফিটিং সলিউশনেও রয়েছে ভ্যালেন্টাইন্স ডে-র আকর্ষণীয় অফার।