ছবি প্রতীকী
কী কী আসন করবেন?
সেতু বন্ধনাসন
প্রথমে মাটিতে চিত হয়ে শুয়ে পড়ুন। হাঁটু ভাঁজ করে পা দু’টো নিতম্বের কাছে রাখুন। এ বার ধীরে ধীরে মাটি থেকে কোমর তুলে ধরুন। দু’ হাত টান টান করে, গোড়ালি স্পর্শ করার চেষ্টা করুন। এ ভাবে ১০ সেকেন্ড থাকুন। এরকম ৪ থেকে ৫ বার করতে হবে।
সন্তান কথায় কথায় রেগে যাচ্ছে! এর পিছনে লুকিয়ে থাকা কোনও কারণ নেই তো?
দোকানের মাংসের স্যান্ডউইচ মাইক্রোওয়েভে গরম করে খাচ্ছেন? বাড়ি বসে বিপদ ডেকে আনছেন না তো?
অধোমুখো শবাসন
প্রথমে মাটির দিকে মুখ করে শুয়ে পড়ুন। তার পর মাটি থেকে কোমর উঁচু করে তুলে ধরুন। পা ও হাতের উপর ভর দিয়ে রাখুন। মাটির সঙ্গে দেহের অবস্থান এমন ভাবে থাকবে, যেন দেখতে ত্রিভুজের মতো লাগে। এ ভাবে ৩০ সেকেন্ড থাকুন। এরকম ৪ বার অভ্যাস করুন।
উত্তম কথাচিত্র, পর্ব-১৮: দেখা-অদেখা চেনা-অচেনায় ‘মরণের পরে’
ছোটদের যত্নে: শিশুকে টনসিলের সমস্যা থেকে দূরে রাখতে চান? মেনে চলুন শিশু বিশেষজ্ঞের এই সব টিপস
ভুজঙ্গাসন
মাটির দিকে মুখ করে শুয়ে পড়ুন। এ বার কাঁধের সঙ্গে সামঞ্জস্য রেখে, শরীরের দু’পাশে দুটি হাত রাখুন। হাতে ভর দিয়ে দেহের উপরিভাগ তুলুন ধীরে ধীরে। কিন্তু কোমর থেকে পায়ের অংশ মাটিতে ছুঁয়ে থাকবে। এ ভাবে ৩০ সেকেন্ড থাকুন। ৩ থেকে ৪ বার অভ্যাস করুন।