ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
কী কী উপাদান দিয়ে পছন্দের প্রসাধনীটি তৈরি
প্রথমেই দেখে নিতে হবে যে আপনি যে ক্রিম, ময়শ্চারাইজার বা সাবান কিনতে চলেছেন, তাতে কোন কোন জিনিস ব্যবহার করা হয়েছে। ওই প্রসাধনীতে এমন কিছু থাকতেই পারে যা আপনার ত্বকের জন্য ক্ষতিকারক। তাই আগে থেকেই দেখে নিন। অনেকসময় প্রসাধনীর সুগন্ধও আপনার ত্বকের ক্ষতি করতে পারে। সেই কারণে আগে বুঝুন আপনার ত্বকের জন্য ঠিক কোনটা ভালো। প্রয়োজনে প্রতিটি উপাদানের বিষয়ে দোকানদারদের জিজ্ঞাসা করে নিতে পারেন।
দেখে নিন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়েছে কিনা
অনেক সময় মার্কারি, লেডের মতো ক্ষতিকর রাসায়নিক থাকে প্রসাধনী সামগ্রীতে। তাই আগে থেকে সাবাধান হন।
কোন ধরণের ত্বকের জন্য কেমন প্রসাধনী
প্রসাধনী কেনার আগে কোন ধরণের ত্বকে তা কার্যকরী হয়, সেটা ভালো করে দেখে নিন। যদি আপনার ত্বক তৈলাক্ত না হয়, তাহলে শুষ্ক ত্বকের জন্য যে ক্রিম তৈরি হয়েছে তা ব্যবহার করবেন না।
ত্বক অনুযায়ী প্রসাধনী কিনুন
বর্তমানে আপনার ত্বক কী অবস্থায় আছে, সেটা দেখে নিতে হবে। সবসময় মন রাখবেন ত্বকের ধরন কিন্তু বদলে যায়। কারোর কুড়ি বছর বয়সে তৈলাক্ত ত্বক ছিল, চল্লিশ বছর বয়সে পৌঁছে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। আবার এর উল্টোটাও ঘটতে পারে। তাই বজার থেকে প্রসাধনী কেনার আগে এখন কী অবস্থায় আছে আপনার ত্বক, তা আগে দেখতেহবে।
কেনার আগে দেখে নিন আপনার জন্য সেটি উপযুক্ত কিনা
আপনি যে ক্রিম বা ময়শ্চারাইজারটি নেবেন বলে মনস্থির করেছেন, আগে সেই ক্রিম বা ময়শ্চারাইজার ত্বকে অল্প করে দিয়ে পরীক্ষা করে নিন। আর দেখে নিন, এই প্রসাধনী আপনার ত্বকের উপর কোনও প্রভাব ফেলছে কিনা।