গ্রীষ্মপ্রধান এই দেশে সারা বছরই গরম আর প্যাচপ্যাচে ঘাম নিত্যসঙ্গী। আবার বর্ষাকাল মানেই তীব্র অস্বস্তি। সারাদিন বাড়ির বাইরে থাকলে ঘামের দুর্গন্ধ জেরবার অবস্থা। তাই সকালের পারফিউম লাগিয়ে বেরোলে কীভাবে সেটি সারা দিন স্থায়ী থাকবে তার জন্য রইল কিছু সমাধান।
পারফিউম বেশিক্ষণ শরীরের স্থায়ী রাখতে চাইলে গরম জলে স্নান করার পরেই এটি মেখে ফেলুন। গরম জলে শরীরের লোমকূপ বড় হয়ে যায়। তাই পারফিউম খুব তাড়াতাড়ি ত্বকে শোষিত হয়ে যায় এবং বেশিক্ষণ স্থায়ী হয়।
পারফিউম পালস পয়েন্টে লাগানোর পর কখনওই ঘষে নেবেন না। এতে তাড়াতাড়ি পারফিউম উবে যায়। পারফিউমকে বেশিক্ষণ স্থায়ী করার জন্য চুলে স্প্রে করতে পারেন। কারণ যে কোন গন্ধই ত্বকের থেকে চুলে অনেকক্ষণ বেশি স্থায়ী হয়।
তাছাড়া শরীর গরম হলে পারফিউমের গন্ধ অনেকক্ষণ স্থায়ী হয়। সারা শরীরের তুলনায় পালস পয়েন্ট গরম থাকে। তাই এই অংশে পারফিউম লাগালে তা বেশিক্ষণ স্থায়ী হয়।
শুকনো ত্বকে পারফিউমের গন্ধ খুব তাড়াতাড়ি উবে যায়। তাই শরীরের গন্ধ বেশিক্ষণ স্থায়ী করতে হলে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর পারফিউম লাগান।
পারফিউম বেশিক্ষণ শরীরের স্থায়ী রাখতে চাইলে গরম জলে স্নান করার পরেই এটি মেখে ফেলুন। গরম জলে শরীরের লোমকূপ বড় হয়ে যায়। তাই পারফিউম খুব তাড়াতাড়ি ত্বকে শোষিত হয়ে যায় এবং বেশিক্ষণ স্থায়ী হয়।
পারফিউম পালস পয়েন্টে লাগানোর পর কখনওই ঘষে নেবেন না। এতে তাড়াতাড়ি পারফিউম উবে যায়। পারফিউমকে বেশিক্ষণ স্থায়ী করার জন্য চুলে স্প্রে করতে পারেন। কারণ যে কোন গন্ধই ত্বকের থেকে চুলে অনেকক্ষণ বেশি স্থায়ী হয়।
তাছাড়া শরীর গরম হলে পারফিউমের গন্ধ অনেকক্ষণ স্থায়ী হয়। সারা শরীরের তুলনায় পালস পয়েন্ট গরম থাকে। তাই এই অংশে পারফিউম লাগালে তা বেশিক্ষণ স্থায়ী হয়।
শুকনো ত্বকে পারফিউমের গন্ধ খুব তাড়াতাড়ি উবে যায়। তাই শরীরের গন্ধ বেশিক্ষণ স্থায়ী করতে হলে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর পারফিউম লাগান।
ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।