
ছবি: প্রতীকী।
ঋতু অনুযায়ী আমাদের ত্বকের সমস্যাগুলিও ধীরে ধীরে বদলাতে শুরু করে। গরমের সময় আবার ত্বক অতরিক্ত তৈলাক্ত হয়ে পড়ে। স্বাভাবিক ভাবেই ব্রণর উপদ্রব বাড়তে থাকে। সঙ্গে ত্বকে সংক্রমণের ঝুঁকিও থাকে।
এই প্যাচপ্যাচে গরমে টি ট্রি অয়েল আমাদের ত্বকের যত্ন নিতে পারে। টি ট্রি অয়েল আসলে এক ধরনের এসেনশিয়াল অয়েল। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-সেপ্টিক উপাদান। যা গরমের সময়ে ত্বকের হারানো জেল্লা ফেরাতে সাহায্য করে।
এই প্যাচপ্যাচে গরমে টি ট্রি অয়েল আমাদের ত্বকের যত্ন নিতে পারে। টি ট্রি অয়েল আসলে এক ধরনের এসেনশিয়াল অয়েল। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-সেপ্টিক উপাদান। যা গরমের সময়ে ত্বকের হারানো জেল্লা ফেরাতে সাহায্য করে।
গরমে ত্বকের যত্নে কী ভাবে টি ট্রি অয়েল ব্যবহার করবেন?
আরও পড়ুন:

কুমড়োর বীজ কি ফেলে দেন? এই বীজ আসলে সুস্বাস্থ্যের দাওয়াই জানতেন?

পঞ্চমে মেলোডি, পর্ব-১১: ‘কটি পতঙ্গ’ ছবিতে পঞ্চমের সুরে কিশোর নিজেকে উজাড় করে দেন
আরও পড়ুন:

চলো যাই ঘুরে আসি: পাহাড়ের উপর ছবির মতো সুন্দর শ্রবণবেলাগোলা— চন্দ্রগুপ্ত মৌর্যের এক অজানা অধ্যায়
