শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

ঋতু অনুযায়ী আমাদের ত্বকের সমস্যাগুলিও ধীরে ধীরে বদলাতে শুরু করে। গরমের সময় আবার ত্বক অতরিক্ত তৈলাক্ত হয়ে পড়ে। স্বাভাবিক ভাবেই ব্রণর উপদ্রব বাড়তে থাকে। সঙ্গে ত্বকে সংক্রমণের ঝুঁকিও থাকে।

এই প্যাচপ্যাচে গরমে টি ট্রি অয়েল আমাদের ত্বকের যত্ন নিতে পারে। টি ট্রি অয়েল আসলে এক ধরনের এসেনশিয়াল অয়েল। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-সেপ্টিক উপাদান। যা গরমের সময়ে ত্বকের হারানো জেল্লা ফেরাতে সাহায্য করে।
 

গরমে ত্বকের যত্নে কী ভাবে টি ট্রি অয়েল ব্যবহার করবেন?

গরমে যেহেতু ত্বকে তৈলাক্ত ভাব বেশি থাকে, তাই সমস্যাও প্রায় দ্বিগুণ বেড়ে যায়। ফলস্বরূপ মাথাচাড়া দেয় ব্রণর সমস্যা। বাজার চলতি নানা ধরনের নামীদামি প্রসাধনী ব্যবহার করেও সমস্যা মেটে না। এর একমাত্র পথ হলই ত্বকের অত্যধিক পরিমাণ তেল নিয়ন্ত্রণ করা। এর জন্যই টি ট্রি অয়েল ব্যবহার করা যেতে পারে। টি ট্রি অয়েল তুলোয় করে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে কাজ দেব। এই মিশ্রণ ভালো করে শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে। মিলবে সুফলও।

আরও পড়ুন:

কুমড়োর বীজ কি ফেলে দেন? এই বীজ আসলে সুস্বাস্থ্যের দাওয়াই জানতেন?

পঞ্চমে মেলোডি, পর্ব-১১: ‘কটি পতঙ্গ’ ছবিতে পঞ্চমের সুরে কিশোর নিজেকে উজাড় করে দেন

টি ট্রি অয়েল ত্বকে থাকা মৃত কোষকে দূর করতে সাহায্য করে। ফলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে। অনেকেই হয়তো জানেন না, নিয়মিত টি ট্রি অয়েলে ব্যবহার করলে ত্বক কোমল ও মসৃণ হয়।
আরও পড়ুন:

চলো যাই ঘুরে আসি: পাহাড়ের উপর ছবির মতো সুন্দর শ্রবণবেলাগোলা— চন্দ্রগুপ্ত মৌর্যের এক অজানা অধ্যায়

ডায়াবিটিস বাগে আনতে কোন প্রোটিন খেতেই হবে, আর কী কী এড়াতেই হবে?

টি ট্রি অয়েল আসলে একটি ভালো ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে থাকে। টি ট্রি অয়েলের আগে অন্য কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করেও সমস্যা নেই। আপনি এখন যে ময়েশ্চারাইজার ব্যবহার করছেন তার সঙ্গে দু ফোঁটা টি ট্রি অয়েল ভালো করে মিশিয়ে নিন। তার পরে মুখে লাগান। এতে ত্বক খুব ভালো থাকবে। দূর হবে রুক্ষ ভাবও।

Skip to content