ছবি প্রতীকী। সংগৃহীত।
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিছু নিয়ম মেনে চলা দরকার। রোজ অন্তত একরকম ব্রিদিং এক্সারসাইজ করা জরুরি। ব্রিদিং এক্সারসাইজ বিভিন্ন রকম হতে পারে। যেমন চেস্ট এক্সপ্যানশন, নেসাল ব্রিদিং, অ্যাবডমিনাল ব্রিদিং ইত্যাদি। প্রতিটিই সমান উপকারী। ফলে যে কোনও একটা অভ্যাস করলেই চলে। ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়ে যার ফলে আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়।
ব্রিদিং এক্সারসাইজের পাশাপাশি খাওয়াদাওয়ার ওপরেও নজর দেওয়া দরকার। প্রচুর পরিমাণে ফল, প্রোটিনযুক্ত খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। রোজকার ডায়েটে অন্তত এক ধরনের ১৫০ গ্রাম আমিষ রাখা দরকার। ফলের মধ্যে মরশুমি ফল সব সময়ই উপকারী। তারও মধ্যে আবার পেয়ারা, মোসাম্বি, কমলালেবু, কলা ইত্যাদি ফল বিশেষ উপকারী।
এছাড়া হাঁটাচলা এবং অ্যাক্টিভ লাইফস্টাইল দরকার। শুয়ে বসে থাকলেই বিপদ। শরীর চালনার মাধ্যমেও ইমিউনিটি বাড়ে। রোজ যদি বাড়ির ভেতরেও কয়েক পাক ঘোরা যায় তাহলে তাই যথেষ্ট। কিন্তু রোজ সময় বার করে হাঁটাচলা করা উচিত। তাই বলে রোজ যে একই সময়ে হাঁটতে হবে এমনও নয়। যেদিন যেমন সময় পাবেন তেমনই হাঁটবেন। জীবনযাপনের নিয়ম ছাড়াও ইমিউনিটি বাড়ানোর জন্য তিনটি যোগাসনের পদ্ধতি হল৷
উজ্জয়ী প্রাণায়াম
কিছুতেই ওজন নিয়ন্ত্রণে রাখতে পারছেন না? সকালে এই সব কাজ করছেন না তো?
পঞ্চমে মেলোডি, পর্ব-২৬: অবশেষে চার হাত এক হল, পঞ্চম-আশা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শুরু করলেন দ্বিতীয় ইনিংস
অর্ধকূর্মাসন
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১: সুন্দরবনের ব্যাঘ্রদেবতা দক্ষিণ রায়
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৪: গলায় মাছের কাঁটা ফুটলে ওষুধ খেলে গলে যায়?
উত্থানপদাসন