শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

ইস আমি একটু যদি লম্বা হতাম তাহলে কী ভালোই না হতো!” এমন বাসনা অনেকেরই মনে থাকে। তার জন্য অনেকেই উঁচু হিলের জুতোও পরেন। কিন্তু হিলওয়ালা জুতো সবাই পরতে পারেন না। হয় তা পরে হাঁটতে অসুবিধা হয়, নয়তো পায়ের ব্যথায় কাবু হয়ে যেতে হয়। তাহলে উপায়? উপায় কিছু রয়েছে।

যাঁরা অফিসে যান, স্ট্রেট ফিটের প্যান্ট ব্যবহার করতে পারেন। এই ধরনের প্যান্টে মেয়েদের দেখতে বেশ ভাল লাগে। আবার লুকও একটু সিমেট্রিক্যাল হয়। ফলে তুলনামূলকভাবে লম্বা দেখতে লাগে।
একটু লম্বাটে পোশাক পরার চেষ্টা করুন তাতে একটা ইলিউশন তৈরি হয়। এর ফলে শরীরের গড়ন লম্বাটে লাগে। এখন আবার এমন লম্বা পোশাকের চল হয়েছে। তাতে মেয়ের খুবই সুন্দর লাগে দেখতে।

এখন হাই ওয়েস্ট জিনসের চল ফিরেছে। রাস্তায় অনেকককেই এই ধরনের জিনসে দেখা যায়। এমন পোশাকে ওয়েস্ট লাইন ওপরের দিকে থাকে। ফলে পা অনেকটাই লম্বা লাগে। ফলে ছোটখাটো মানুষকেও একটি লম্বা লাগে দেখতে।
আরও পড়ুন:

শার্ট পরলেও অস্বস্তিতে পড়তে হয়? বুকের কাছে ফাঁকা হয়ে যায়? সমাধান ৫ টোটকায়

ছোটদের যত্নে: বাচ্চা খেতেই চায় না? কী করে খিদে বাড়াবেন? কখন চিকিৎসকের কাছে যাবেন? জানুন শিশু বিশেষজ্ঞের মতামত

লম্বা স্ট্রাইপের পোশাক পরতে পারেন। এমন পোশাকে কোমরের নিচের অংশ থেকে শরীরের গড়ন লম্বাটে মনে হয়। মডেলরাও এই ধরনের পোশাক পরতে পছন্দ করেন। এতে নাকি একটু রোগাও লাগে দেখতে।

পোশাকের পাশাপাশি জুতোও বেশ গুরুত্বপূর্ণ। উঁচু হিল যাঁরা ব্যবহার করতে পারেন না, তাঁরা স্কিন কালারের জুতো পরতে পারেন। এতে যেমন পোশাকই পরুন না কেন একটু লম্বা আপনাকে লাগবে।

Skip to content