রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী। সংগৃহীত

দোল খেলতে যতই ভালো লাগুক, খেলার পর হাত, মুখ বা চুল থেকে দোলের রং তোলার কাজ কিন্তু বড়ই কঠিন। ঘণ্টার পর ঘণ্টা সাবান, শ্যাম্পু, তেল ঘষলেও অনেক সময়েই সহজে ওঠে না রং। আবার রাসায়নিক মিশ্রিত রং ত্বক ও চুলে দীর্ঘ ক্ষণ লেগে থাকাটা মোটেই ভালো নয়। তাই দ্রুত ও সহজে রং উঠয়ে ফেলতে পারলে ভালো। তাই এক্ষেত্রে কাজে লাগতে পারে কিছু সহজ কৌশল।
 

মুখের রং

মুখের ত্বক সাধারণত অনেক বেশি স্পর্শকাতর হয়। তাই রং খেলার পর সাবান দিয়ে বেশি ঘষাঘষি করলে বরং হিতে বিপরীত হয়ে যেতে পারে। ব্রণর সমস্যা থাকলে তো সমস্যা আরও বাড়বে। প্রথমে জল দিয়ে মুখ থেকে গুঁড়ো রং বা আবির ধুয়ে ফেলুন। এ বার এক বাটি টক দইতে দুই বেসন মিশিয়ে মুখে মেখে নিন। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাবিং করুন। এর পর ঈষদুষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। যাঁদের ত্বকে তৈলাক্ত ভাব রয়েছে তাঁরা মুলতানি মাটি, গ্লিসারিন মিশিয়ে মুখে লাগাতে পারেন। মুখে এই মিশ্রণ মিনিট দশেক লাগিয়ে রাখলেই উঠে আসবে রং।

আরও পড়ুন:

দোলে এই প্রথম ভাং খাবেন? নিজেকে সামলাতে শরবত ছাড়া আর কী কী খাওয়া যেতে পারে?

রং মাখুন আনন্দে, তবে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন

 

গায়ের রং

গায়ের রং যদি একবারে নাও ওঠে তবুও অযথা ঘষাঘষি করে তোলার চেষ্টা করবেন না। এতে উল্টে ত্বকের ক্ষতি হয়ে যেতে পারে। তীব্র ক্ষার সমৃদ্ধ সাবান আরও বেশি ক্ষতি করতে পারে ত্বকের। বরং রং খেলার পর সাধারণ সাবান ব্যবহার না করে শিশুদের সাবান ব্যবহার করুন। ময়দার ঘন মিশ্রণ তৈরি করে গায়ে লাগাতে পারেন। শুকিয়ে গেলে ঘষে তুলে নিন, দেখবেন অনায়াসেই রং উঠে আসবে। স্নানের পর অবশ্যই ময়শ্চরাইজার মাখবেন। নইলে রুক্ষ হয়ে যেতে পারে ত্বক।

আরও পড়ুন:

চোখ সামলে রং-উৎসবে মাতুন

ত্বকের ক্ষতি না করে সাবধানে রং খেলার ডাক্তারবাবুর ১০টি জরুরি পরামর্শ

 

চুলের রং

চুলের রং তোলার সময়ে প্রথমেই শ্যাম্পু দেবেন না। বরং শুরুতে জল দিয়ে বার কয়েক ধুয়ে নিন চুল। তার পর শ্যাম্পু বা কন্ডিশনার দিন। এ ছাড়া দুই চামচ অলিভ অয়েল, চার চামচ মধু আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে চুলে দিতে পারেন। মিশ্রণটি চুলে ও মাথায় লাগিয়ে তিরিশ মিনিট রেখে শ্যাম্পু করে নিলেই আগের মতো হয়ে যাবে চুল এবং হারানো জেল্লাও ফিরে পাবে। এছাড়া চুলে মেখে নিতে পারেন ডিম ও দইয়ের প্যাকও।


Skip to content