রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

গত দু’বছর করোনা পরিস্থিতিতে সমস্ত অনুষ্ঠানেই কাটছাঁট হয়েছে। কিন্তু এ বছর দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে দীপাবলিতেও আনন্দে মেতে উঠতে চাইছে আমাদের সকলের মন। কিন্তু নিয়ম মেনেই সবুজ বাজি পোড়াতে হবে। তবে আপনি যদি বাজি পোড়াতে না চান কিংবা বাজি না কিনেও একটু অন্যরকম ভাবে আলোর উৎসবে মেতে উঠতেই পারেন তাহলে আপনার জনয় রইল টিপস।
চিকিৎসকদের একাংশের কথায়, বাজির ধোঁয়ায় যে পরিমাণ দূষণ ছড়ায়, তাতে আরও বেশি অসুস্থ হয়ে পড়তে পারেন রোগীরা। তবে বাংলায় শুধু সবুজ বাজি পোড়ানোর ক্ষেত্রেই অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
তবে বাজি পোড়ানো থেকে বিরত থেকে আলোয় সাজিয়ে তুলতেই পারেন বাড়ি। তাই দীপাবলির আগে প্রদীপ কিনে ফেলুন। হাতে তৈরি মাটির প্রদীপে আপনার ঘরকে করে তুলুন আলোকিত। প্রত্যেকের জীবনে তৈরি হওয়া অন্ধকার কেটে আবার আলোয় ভরে উঠুক পৃথিবী, এই প্রার্থনাতেই না হয় কাটুক আপনার এই বছরের দীপাবলি।
আরও পড়ুন:

প্রেমে বারবার প্রত্যাখ্যান? নিজের দোষেই এমনটা হচ্ছে না তো? জেনে নিন বিশেষজ্ঞর মতামত

পর্ব-১৩: সাধারণের কাছে অসাধারণ মাছ তেলাপিয়া

প্রদীপের পাশাপাশি ফুল দিয়েও সাজাতে পারেন বাড়ি। তাজা ফুলের গন্ধে ম-ম করে উঠুক আপনার সুখী গৃহকোণ। ফুলের সাজ আপনার বাড়িকে যেমন সজীব করে তুলবে তেমনই আবার বাজেটের ক্ষেত্রেও বিশেষ সমস্যা হবে না।
পরিজনদের সঙ্গে দেখা করতে পারেন রেস্তরাঁয়। দিওয়ালি স্পেশ্যাল মেনু নিয়ে আপনার অপেক্ষায় রয়েছে বিভিন্ন রেস্তরাঁ। এই সব বিষয়গুলিকে মাথায় রেখে মেতে উঠুন আলোর উৎসবে।

Skip to content