সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

দুর্গাপুজো প্রায় এসে গেল বলে। এই উৎসবকে কেন্দ্র করে আপামর বাঙালির উত্তেজনার শেষ নেই। উৎসব মানেই দেদার খাওয়াদাওয়া আর নিত্যনতুন সাজগোজ। হাতে কিছু দিন সময় থাকলেও সাজগোজের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকেই। নতুন পোশাক কেনাকাটার পাশাপাশি, নিজেকে সাজাতেও হবে তো! অনেকে সালোঁয় গিয়ে পছন্দের রং বেছে চুলে রাঙ্গাচ্ছেন। কিন্তু সমস্যা হয়, মাসখানেক যেতে না যেতেই চুলের রং ফিকে হয়ে যায়। শখের রঙিন চুল ধীরে ধীরে ম্লান হয়ে গেলে টাকার সঙ্গে সঙ্গে মনও খারাপ হয়ে যায়! রঙিন চুলের যত্ন নিতে তাহলে আমাদের কী উপায় অবলম্বন করতে হবে?
আরও পড়ুন:

শুধু ওজন নিয়ন্ত্রণই নয়, নিয়মিত ওটস মাখলে চটজলদি ত্বকের জেল্লাও বাড়ে

বাজিমাত! নিটে দেশে ২২তম স্থান মহিষাদলের দেবাঙ্কিতার, রাজ্যে তৃতীয়

চুলে রং করানোর পর কী শ্যাম্পু ব্যবহার করছেন, তা জানা অত্যন্ত জরুরি। সালফেট-যুক্ত শ্যাম্পু চুলের রং খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তা ছাড়াও এই ধরনের শ্যাম্পু দীর্ঘ দিন ব্যবহার করা চুলের পক্ষেও ভালো নয়। তাই রং করানোর পর আপনার চুল অনুযায়ী বিশেষ শ্যাম্পু আলাদা করে সালোঁ থেকেই কিনে নিন।

চুলে রং করলে কিছু দিন চুল এমনিই উজ্জ্বল দেখায়। তাই চুল রং করার পর থেকে কেউ কেউ চুলে কন্ডিশনার ব্যবহার করা বন্ধ করে দেন। এই সিদ্ধান্ত প্রাথমিক ভাবে সঠিক মনে হলেও, কন্ডিশনার ব্যবহার না করার অভ্যাস চুলের ক্ষতি করে। তাই চুল ভালো রাখতে সালফেটের পরিমাণ কম এমন শ্যাম্পু এবং চুলের মাস্ক ব্যবহার করুন।

রং করার পর অনেকের চুল একটু বেশি রুক্ষ হয়ে পড়ে। তাই তাঁরা চুল মসৃণ ও কোমল করে তুলতে, আরও নানা রকম রাসায়নিক উপাদান সমৃদ্ধ প্রসাধনীর ব্যবহার শুরু করেন। এর ফলে সব মিলিয়ে চুল আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। চুলের রং ধীরে ধীরে ফিকে হয়ে যেতে থাকে। চুল রং করার অন্তত কয়েক মাস স্ট্রেটনার, হেয়ার ড্রায়ারের মতো যন্ত্রপাতির ব্যবহার বন্ধ রাখাই শ্রেয়।

সূর্যের অত্যধিক তাপ রঙিন চুলের জন্য ক্ষতিকর। তাই রঙিন চুল ঠিক রাখার জন্য সূর্যের আলো সরাসরি লাগতে দেবেন না। রোদে বেরোলেও মাথায় ওড়না বা স্কার্ফ জড়িয়ে নিন।

Skip to content