শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

সম্পর্ক মানেই তাতে ভুল বোঝাবুঝিও থাকবেই। আবার তা ঠিকও করে নিতে হয়। তা না হলে সম্পর্ক চলবে কী ভাবে? ভালোবাসা-ঝগড়া নানা রকম অনুভূতি নিয়েই তো সম্পর্ক মজবুত থাকে। তবে ঝগড়ার পরে মিটমাট করার কিছু উপায় জানা দরকার। যাতে সামান্য মতের অমিল খুব বড় হয়ে না দাঁড়ায় দু’জনের মাঝে।
 

কোন কোন দিকে নজর দিলে তা করা সম্ভব?

 

দুঃখ প্রকাশ

যদি নিজের ভুল বোঝা যায়, তবে তা প্রকাশ না করার জন্য কোনও কুণ্ঠা বোধ করার দরকার নেই। আর যদি নিজের ভুল না থাকলেও সঙ্গীর কাছে এটুকু বলাই যায় যে, যার দোষেই ঝগড়া হোক না কেন তা মোটেই কাম্য নয়, তা কষ্টের।

আরও পড়ুন:

শীতের আমেজ ফের নিম্নচাপ? কলকাতায় কি তাহলে আবার ভাসবে? কী জানাল হাওয়া দফতর

যোগা-প্রাণায়াম: নিয়মিত যোগাভ্যাসেই মনের স্থিরতা বাড়বে

 

সময় দিন

মানুষ সম্পর্কের মধ্যে থাকলে রাগ, মন খারাপ সবই হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা চলেও যেতে পারে। তার জন্য সময় দিতে হবে। এক দিন ঝগড়া হল, ভুল বোঝাবুঝি হল মানেই কিন্তু সম্পর্ক আর আগের মতো নেই, এমন আশঙ্কা করলে চলবে না।
 

আলোচনা

নিজের ভুল হোক বা সঙ্গীর, তা পেরিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে আলোচনার মাধ্যমেই। এর পাশাপাশি একে অপরকে বোঝাতে হবে নিজেদের পছন্দ-অপছন্দের বিষয়গুলিকে।


Skip to content