আমরা গত দু’ বছর কোভিডের ভয়ে আতঙ্কিত হয়ে থেকেছি। সেই সঙ্গে জীবাণুর হাত থেকে বাঁচতে আমরা প্রাত্যহিক জীবনে অনেকটাই বেড়ে গিয়েছিল সব কিছু ধোয়ার প্রবণতা। কিন্তু কোভিড উদ্বেগ কমে আসতেই সেই প্রবণতা অবশ্যই অনেকটাই আমরা কমিয়ে ফেলেছি। এখন আমরা অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করছি। কিন্তু আমাদের সচেতন থাকতে হবে যে কোভিড কমে গেলেও রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে সব সময়ই বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। খাবারে বিষক্রিয়া হলে দেখা দিতে পারে, আন্ত্রিক ও পেটের গোলযোগের মতো নানা সমস্যা। তাই সবসময় আমাদের রান্নাঘরকে জীবাণুমুক্ত রাখা দরকার। জেনে নিন কীভাবে জীবাণুমুক্ত রাখা যায়।
রান্নাঘর প্রতিদিন পরিষ্কার করুন
● রান্নাঘর নিয়মিত পরিষ্কার করতেই হবে। এর কোনও বিকল্প নেই। প্রতিদিন একটি ছোট পাত্রে সাবানজল গুলে একটি ছোট কাপড় ভিজিয়ে মুছে ফেলুন রান্নাঘরের স্ল্যাব, গ্যাস। আধুনিক মডিউলার কিচেনে বিভিন্ন ধরনের তাক ও ড্রয়ার থাকে, সেগুলিও পরিষ্কার করুন নিয়মিত। রান্নাঘরের চিমনি থেকে দেওয়ালে নিয়মিত সাফ করতে পারলে ভালো।