সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী।

দোল খেলার আনন্দ উপভোগ করতে কে না চায়। কিন্তু এখনকার কেমিক্যালযুক্ত দোলের রং আমাদের ত্বক ও চুলের ক্ষতি করেই। ওই ধরনের রঙে ত্বক রুক্ষ্ম হয়ে যায়, আর শরীরে কোনও ওপেন পোরস থাকলে পোরসের ভিতরে রং বসেও যায়। দোলের রঙে চুল ড্রাই ও ড্যামেজ হয়ে রংও হয়ে যায়। অনেক ক্ষেত্রে আবার সংবেদনশীল ত্বক হলে রং খেলার পরই র্যা শ বেরিয়ে যায়। তাই দোল খেলার আগে ও পরে দু’টো ক্ষেত্রেই কিছু বিশেষ সুরক্ষা নেওয়া জরুরি।
তবে চুল বা ত্বকের ক্ষতির ভয়ে আনন্দ করা থেকে বিরত থাকতে হবে না। বরং চেষ্টা করুন কেমিক্যাল রং এড়িয়ে চলতে। বাজারচলতি রঙে মারকারি, লেড, মেটালিক অক্সাইড জাতীয় ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে আবিরেও ক্ষতিকারক উপাদান থাকে। তাই কারও কারও ত্বকে অ্যালার্জি, ইরিটেশন হয়।

এখন বাজারে অনেক ধরনের ভেষজ রং বা আবির পাওয়া যায়। সে সব কেনার চেষ্টা করুন। ভেষজ রং বা আবির ত্বকের জন্য ভালো। তবে যদি কেমিক্যাল রং ব্যবহার করেন, সেক্ষেত্রে দোল খেলার আগে অবশ্যই কয়েকটি নিয়ম মেনে চলা উচিত।
আরও পড়ুন:

ত্বকের ক্ষতি না করে সাবধানে রং খেলার ডাক্তারবাবুর ১০টি জরুরি পরামর্শ

চোখ সামলে রং-উৎসবে মাতুন

 

দোল খেলার আগে অবশ্যই মাথায় রাখুন

চুল টাইট করে বেঁধে ফেলবেন। তারপর মাথায় কোনও সুতির কাপড় বা দোপাট্টা দিয়ে ঢেকে নিন।

রং খেলার আগে ত্বকে ঘন কোনও ময়েশ্চারাইজিং ক্রিম মেখে নিতে পারেন। ‘এসপিএফ ৩০’ আছে এমন সানস্ক্রিন মাখলে ত্বকের পক্ষে ভালো। এছাড়া, ঠোঁটে পুরু করে লিপস্টিক বা বাম লাগিয়ে নিতে পারেন।

মুখের বা হাত-পায়ে রং জোর করে ঘষে তুলবেন না। বেসন মুখে লাগিয়ে রাখতে পারেন। তারপর হালকা হাতে ঘষে ঘষে তুলে ফেলুন।

নখে একটু ঘন করে নেলপালিশ পরে রাখুন এতে রং বসবে না।

এমন জামাকাপড় পরে রঙ খেলুন যাতে পুরো শরীর ঢাকা থাকবে। ফুল স্লিভ কুর্তা, গলাবন্ধ জামাকাপড়, জিনস ইত্যাদি পড়ে খেলতে পারেন।

আরও পড়ুন:

হুঁশ থাকে না মদ্যপানের পর? দোলের পার্টির পর ‘হ্যাংওভার’ এড়াতে কী কী খাবেন?

অ্যাকশন দৃশ্য শুটিংয়ের সময় পাঁজরে চোট অমিতাভের, আপাতত কাজ বন্ধ রেখে মুম্বই ফিরলেন শাহেনশা

রং তুলতে সাবান ব্যবহার করবেন না। বরং ক্লিনজিং মিল্ক বা টক দই ব্যবহার করুন। নারকেল তেল দিয়েও রং ভাল উঠে যায়।

খেয়াল রাখবেন, রং খেলার সময় ত্বক যেন শুকিয়ে না যায়। সবসময় যেন ভেজা ভাব থাকে। দরকার হলে ভিজে টিস্যু ব্যাগে রাখুন।

রং খেলার আগে চুলে এবং ত্বকে ভালো করে নারকেল তেল বা অলিভ অয়েল মেখে নেবেন। কারণ, নারকেল তেল ও অলিভ অয়েল ঘন হয়। ফলে রং সরাসরি ত্বকে বসতে পারে না।

স্নানের পর অলিভ অয়েল বা বেবি অয়েল মাসাজ করে ময়েশ্চারাইজার মেখে নিন।

আর চোখে কেমিক্যাল কালার চলে গেলে অবশ্যই বারবার জলের ঝাপটা দিন বা গোলাপজলের ঝাপটা দিন।

দোলের আগেই কোনও ফেশিয়াল বা ব্লিচ না করাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ এতে পোরস ওপেন হয়ে যায়। ফলে ত্বকে রং বেশি বসে যায়।

Skip to content