ছবি প্রতীকী।
দোল খেলার আনন্দ উপভোগ করতে কে না চায়। কিন্তু এখনকার কেমিক্যালযুক্ত দোলের রং আমাদের ত্বক ও চুলের ক্ষতি করেই। ওই ধরনের রঙে ত্বক রুক্ষ্ম হয়ে যায়, আর শরীরে কোনও ওপেন পোরস থাকলে পোরসের ভিতরে রং বসেও যায়। দোলের রঙে চুল ড্রাই ও ড্যামেজ হয়ে রংও হয়ে যায়। অনেক ক্ষেত্রে আবার সংবেদনশীল ত্বক হলে রং খেলার পরই র্যা শ বেরিয়ে যায়। তাই দোল খেলার আগে ও পরে দু’টো ক্ষেত্রেই কিছু বিশেষ সুরক্ষা নেওয়া জরুরি।
তবে চুল বা ত্বকের ক্ষতির ভয়ে আনন্দ করা থেকে বিরত থাকতে হবে না। বরং চেষ্টা করুন কেমিক্যাল রং এড়িয়ে চলতে। বাজারচলতি রঙে মারকারি, লেড, মেটালিক অক্সাইড জাতীয় ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে আবিরেও ক্ষতিকারক উপাদান থাকে। তাই কারও কারও ত্বকে অ্যালার্জি, ইরিটেশন হয়।
এখন বাজারে অনেক ধরনের ভেষজ রং বা আবির পাওয়া যায়। সে সব কেনার চেষ্টা করুন। ভেষজ রং বা আবির ত্বকের জন্য ভালো। তবে যদি কেমিক্যাল রং ব্যবহার করেন, সেক্ষেত্রে দোল খেলার আগে অবশ্যই কয়েকটি নিয়ম মেনে চলা উচিত।
এখন বাজারে অনেক ধরনের ভেষজ রং বা আবির পাওয়া যায়। সে সব কেনার চেষ্টা করুন। ভেষজ রং বা আবির ত্বকের জন্য ভালো। তবে যদি কেমিক্যাল রং ব্যবহার করেন, সেক্ষেত্রে দোল খেলার আগে অবশ্যই কয়েকটি নিয়ম মেনে চলা উচিত।
আরও পড়ুন:
ত্বকের ক্ষতি না করে সাবধানে রং খেলার ডাক্তারবাবুর ১০টি জরুরি পরামর্শ
চোখ সামলে রং-উৎসবে মাতুন
দোল খেলার আগে অবশ্যই মাথায় রাখুন
আরও পড়ুন: