শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যে নতুন পোশাক কেনার সময় পাচ্ছেন না? কিন্তু উৎসবে বা পার্টিতে নতুন কিছু পরতে চান? তাহলে দেরি না করে পুরোনো পোশাক দিয়েই সহজে বানিয়ে ফেলুন নতুন পোশাক। পুরোনো কাপড় রিসাইকেলের মাধ্যমে নতুন অনেক কিছুই হতে পারে। কেনার কিছুদিন পর যদি জামাকাপড় মলিন হয়ে যায়, তাহলে কষ্ট পাবেন না। বরং ওই পুরোনো হয়ে যাওয়া পোশাক দিয়েই বানিয়ে ফেলতে পারেন ট্রেন্ডি ব্লাউজ অথবা শাড়ি। ধরুন আপনার আলমারি ভর্তি শাড়ি রয়েছে, কিন্তু সব শাড়ি পরে ওঠা হয় না। সেক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন আলমারিতে বন্দি থাকার কারণে ভাঁজে ভাঁজে নষ্ট হয়ে যাচ্ছে শাড়িগুলি।

এখন ওই শাড়িগুলি নিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না? এরকম পরিস্থিতি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে একটা ছোট্ট উপায়ে। যে শাড়িগুলি একটু পুরোনো হয়ে গেছে, সেগুলিকে নষ্ট না করে বানিয়ে ফেলুন অন্য যেকোনও রকমের পোশাক। কথায় আছে, ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই/ পাইলেও পাইতে পারো অমূল্য রতন’। পৃথিবীতে কোনও জিনিসকে তুচ্ছ বলে অবহেলা ও অবজ্ঞা করা উচিত নয়। তাই পুরোনো পোশাকও নতুন হয়ে উঠতে পারে মাত্র কয়েকটা উপায়েই। পুরোনো পোশাক ফেলে না নিয়ে সেগুলি দিয়ে বানিয়ে ফেলুন নতুন রকমারি পোশাক। পুরোনো পোশাক দিয়ে কীভাবে নতুন কিছু বানাবেন, এবার তার উপায় জেনে নিন।
 

কুর্তি ও পাটিয়ালা

পুরোনো শাড়ি কেটে তৈরি করতে পারেন কুর্তি ও পাটিয়ালা। কুর্তির জন্য আপনার আলমারিতে থাকা সুতির চেক শাড়ি বেছে নিতে পারেন। আর যদি টপ তৈরি করতে চান তাহলে যে কোনও প্রিন্টেড শাড়ি বেছে নিতে পারেন। পুরোনো প্রিন্টেড শাড়ি দিয়ে লম্বা হাতা, খাটো ঝুলের টপ বানালে, তা একেবারে অন্যরকম লুক তৈরি করবে।
 

লং স্কার্ট

পুরোনো শাড়ি কেটে বানান লং স্কার্ট। আলমারিতে যে দু-একটি অব্যবহৃত পুরোনো শাড়ি রয়েছে, সেগুলি কেটে বানিয়ে ফেলুন লং ঝুলের স্কার্ট। এছাড়াও শাড়ি কেটে বানাতে পারেন লং কুর্তি অথবা গাউন।
 

ব্লাউজের পরিবর্তে শার্ট

পুরোনো শাড়ির পাশাপাশি পুরোনো শার্ট দিয়ে বানিয়ে ফেলতে পারেন নতুন পোশাক। বর্তমানে অনেকেই শাড়ির সঙ্গে ব্লাউজের পরিবর্তে শার্ট পরেন। এতে বেশ অন্য রকম একটা ক্লাসিক লুক ফুটে ওঠে। তাই শার্টগুলি পুরোনো হয়ে গেলে সেগুলো ফেলে না দিয়ে বরং ব্লাউজ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন:

নিয়মিত শরীরচর্চা করলে বেড়ে যেতে পারে হৃদ্‌স্পন্দন, রক্তচাপ নয়, বলছে গবেষণা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮: সুন্দরবনের নিশ্চিহ্ন প্রাণী

 

কামিজ

শাড়ি, শার্ট ছাড়া পুরোনো কামিজ দিয়েও বানানো যায় নতুন পোশাক। তাই আপনার বাড়িতে যদি পুরোনো কামিজ থাকে, তবে সেটি মাঝখান থেকে কেটে নিন। সেই অংশে পছন্দসই একটি লেসও লাগিয়ে নিতে পারেন। চাইলে বাদ দিতে পারেন হাতা দুটোকেও। এরপর বুকের কাছে কয়েকটি বোতাম জুড়ে নিন। আর ব্যস তৈরি হয়ে যাবে শ্রাগ।
 

রকামারি ব্লাউজ

সম্প্রতি সালোয়ার-কামিজ পরার প্রবণতাও বেশ খানিকটা কমে গিয়েছে। ফলে সালোয়ার কামিজের হাত লম্বা সুন্দর কাজ করা ওড়নাগুলি বাড়িতে আলমারি বন্দি হয়েই থেকে যায়। তাই সময় নষ্ট না করে পুরোনো সালোয়ার-কামিজের লম্বা ওড়না দিয়ে ঝটপট বনিয়ে ফেলুন ব্লাউজ।

আরও পড়ুন:

অমর শিল্পী তুমি, পর্ব-১: একটু শুরুর কথা হলে ক্ষতি কী…

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৮: হৃদয়ে আমার দিয়েছে ঢেউ, ডব্লিউ ডব্লিউ ডব্লিউ

 

রঙিন কুশন

শুধুমাত্র নতুন পোশাকই নয়, পুরোনো কাপড় দিয়ে তৈরি করা যেতে পারে রঙিন কুশনও। অতিরিক্ত পুরোনো জামাকাপড় কুচি কুচি করে কেটে সেই কুশনের পেটের ভেতর পুরে ফেললেই নতুন ও রঙিন কুশন তৈরি হয়ে যাবে। এমনকী পুরোনো জামা কেটে ডাইনিং টেবিলের শৌখিন ম্যাটও তৈরি হতে পারে। পুরোনো হয়ে যাওয়া ওড়না, শাড়ি দিয়েও নিমেষে বনিয়ে ফেলা যায় পর্দাও। ঘরের ভিতর পুরুষদের যে পুরোনো ফুলপ্যান্টগুলো পড়ে থাকে, সেগুলি কেটে অনায়াসেই তৈরি করা যেতে পারে থ্রি-কোয়ার্টার বা হাফপ্যান্ট।
 

নকশা করা ব্যাগ

কোনও শাড়ি বা কুর্তি পুরোনো হয়ে গেলে সেগুলি কেচে নতুন করে ডাই করে বানানো যায় নকশা করা ব্যাগও। সেই প্রিন্টেড ব্যাগের ওপরে থাকবে নানা রঙের, নানা ধরনের কাপড়। অন্য ভারী ব্যাগের তুলনায় অনেকটাই হালকা হবে কাপড়ের তৈরি এই ব্যাগ। যা আপনি যেকোনও পার্টিতে সহজেই বহন করতে পারবেন৷


Skip to content