ছবি: প্রতীকী। সংগৃহীত।
এখন ওই শাড়িগুলি নিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না? এরকম পরিস্থিতি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে একটা ছোট্ট উপায়ে। যে শাড়িগুলি একটু পুরোনো হয়ে গেছে, সেগুলিকে নষ্ট না করে বানিয়ে ফেলুন অন্য যেকোনও রকমের পোশাক। কথায় আছে, ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই/ পাইলেও পাইতে পারো অমূল্য রতন’। পৃথিবীতে কোনও জিনিসকে তুচ্ছ বলে অবহেলা ও অবজ্ঞা করা উচিত নয়। তাই পুরোনো পোশাকও নতুন হয়ে উঠতে পারে মাত্র কয়েকটা উপায়েই। পুরোনো পোশাক ফেলে না নিয়ে সেগুলি দিয়ে বানিয়ে ফেলুন নতুন রকমারি পোশাক। পুরোনো পোশাক দিয়ে কীভাবে নতুন কিছু বানাবেন, এবার তার উপায় জেনে নিন।
কুর্তি ও পাটিয়ালা
লং স্কার্ট
ব্লাউজের পরিবর্তে শার্ট
নিয়মিত শরীরচর্চা করলে বেড়ে যেতে পারে হৃদ্স্পন্দন, রক্তচাপ নয়, বলছে গবেষণা
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮: সুন্দরবনের নিশ্চিহ্ন প্রাণী
কামিজ
রকামারি ব্লাউজ
অমর শিল্পী তুমি, পর্ব-১: একটু শুরুর কথা হলে ক্ষতি কী…
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৮: হৃদয়ে আমার দিয়েছে ঢেউ, ডব্লিউ ডব্লিউ ডব্লিউ
রঙিন কুশন