শনিবার ৫ অক্টোবর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

আসলে কিছুই ফেলা যায় না। ঠিকঠাক ব্যবহার করতে পারলে, ফেলে দেওয়া জিনিস থেকেও লাভ পাওয়া যায়। যেমন, পিঁয়াজের খোসা! সাধারণত পিঁয়াজ কেটে, তার খোসাগুলো আমরা ফেলে দিই। কিন্তু জানেন কি, এই খোসা কত কাজে লাগতে পারে?
 

চুলে কলপ

অনেকেই বাজার চলতি প্রসাধনী দিয়ে চুলে কলপ করেন। বাজার থেকে কেনা হেয়ারকালার ব্যবহার না করে পিঁয়াজের খোসা ব্যবহার করা যেতে পারে। একটি শুকনো লোহার কড়াইতে পিঁয়াজের খোসাগুলি নিয়ে অল্প আঁচে সেঁকে নিন। একেবারে কালো হওয়া পর্যন্ত গরম করুন। ভাজা হয়ে এলে খোসা একেবারে গুঁড়ো করে নিন। এই গুঁড়োর সঙ্গে সামান্য পরিমাণ নারকেল তেল অথবা অ্যালোভেরা জেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভেষজ কলপ যা ব্যবহারে আপনার কোন ক্ষতি হবে না।

আরও পড়ুন:

ব্রণ কমাতে সক্ষম গর্ভনিরোধক ওষুধ? কী বলছে গবেষণা

পঞ্চমে মেলোডি, পর্ব-৩৮: জানা অজানা পথে চলেছি…

 

অনিদ্রায় সমস্যায়

আজকাল অনেক মানুষই অনিদ্রায় সমস্যায় ভোগেন। এ ক্ষেত্রে ঘুমের ওষুধ না খেয়ে পিঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন। পিঁয়াজের খোসায় থাকে এল-ট্রিপটোফ্যান নামক এক প্রকার অ্যামাইনো অ্যাসিড। এটি অনিদ্রা কাটাতে সহায়তা করে বলে মনে করেন অনেক চিকিৎসক। কয়েকটি পিঁয়াজের খোসা গরম জলে ফুটিয়ে তা চায়ের মতো করে পান করে নিন। দেখবেন সমস্যা দূর হয়ে যেতে পারে।

আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৮১: অন্ধ্রপ্রদেশ থেকেই রাজ্যের সিংহভাগ মাছের খাবার আসে, তাই খাদ্য উৎপাদন বিকল্প আয়ের পথ হতে পারে

মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-১৩: দেবী সিদ্ধেশ্বরী মন্দিরের স্থাপত্য এক অনন্যসাধারণ মিশ্রশৈলীর উদাহরণ

 

বাগান তৈরির কাজে

যাঁরা বাগান করতে পছন্দ করেন তাঁরা কিন্তু সার তৈরির জন্য অনায়াসে পিঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন। সার হিসাবেও দারুণ কার্যকর পেঁয়াজের খোসা। সরাসরি গাছের গোড়ায় ছড়িয়ে দিতে পারেন পেঁয়াজের খোসা। তা ছাড়াও অনেক সময়ে ছাদ-বাগানের গাছের মধ্যে পোকা ধরে যায়। এই পোকা দূর করতে দারুণ উপকারী এই পিঁয়াজের খোসা।


Skip to content