মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

আমরা অনেকেই হয়তো জানি না, শরীরের নানা অংশে রক্তচলাচলের ব্যবস্থা নাভির সঙ্গে যুক্ত থাকে। গর্ভস্থ অবস্থায় শিশুদের শরীরে পুষ্টি, অক্সিজেন সব যায় এই অঙ্গের মাধ্যমে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে কী নাভিতে তেল মালিশ করলে আরও নীরোগ থাকা সম্ভব?
সাধারণত মনে করা হয়, সারা শরীরের জন্য ভালো হয় যদি নাভিতে তেল মালিশ করা হয়। শরীরের যত্ন নেওয়ার জন্য এটি অতি প্রাচীন পন্থা। বেদেও এই মালিশের উল্লেখ আছে। কারণ পেটের এই অংশটি আসলে শরীরের নানা শিরার সঙ্গে যুক্ত। চিকিৎসাশাস্ত্রও বলে এই অঙ্গে তেল মালিশ করলে নানা ধরনের অসুখ-বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। আবার ত্বকও ভাল থাকে।
আরও পড়ুন:

কলকাতায় ফেব্রুয়ারিতে শো করবেন অরিজিৎ সিংহ, টিকিটের দাম কত হাজার টাকা থেকে শুরু?

শাশ্বতী রামায়ণী, পর্ব ২৪: শোকবিহ্বল মা, ক্ষোভে উত্তাল ভাই — তবুও কি বনবাস?

সাধারণত সর্ষের তেল কিংবা গরুর দুধের তৈরি ঘি মালিশের ক্ষেত্রে ব্যবহার করতে বলা হয়। অনেকে নারকেল তেলও ব্যবহার করে থাকেন। তবে নাভিতে নিম তেল, টি-ট্রি অয়েল, কাঠ বাদামের তেল ব্যবহার করতে পারলে ভালো কাজ দেয় বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। নিয়মিত এই কাজ করলে কিছু দিনেই ত্বক হয়ে উঠবে ঝলমলে।
আরও পড়ুন:

বাংলার নতুন রাজ্যপাল হলেন প্রাক্তন আইএএস সিভি আনন্দ বোস, ঘোষণা রাষ্ট্রপতি ভবন থেকে

এখন আর বিমানে মাস্ক পরা বাধ্যতামূলক নয়, তবে জরুরি: অসামরিক বিমান পরিবহণ মন্ত্র

 

কী ভাবে করতে হবে তেল মালিশ?

প্রথমে হাতে কিছুটা তেল নিয়ে নাভি উপরে দিন। তার পরে বেশ কিছু ক্ষণ ধরে ধীরে ধীরে হাত বোলান নাভির চারধারে। যতক্ষণ তেল মিশে না যাচ্ছে ত্বকের সঙ্গে, ততক্ষণ মালিশ করুন। রাতের দিকে এই কাজ করতে পারলে মন ও শরীর শান্ত হবে। মাসিক ঋতুস্রাব চলার সময়ে এই অংশে মালিশ করলে পেট ব্যথাও কমবে।
তাছাড়া, নাভির অঞ্চলে জমে থাকা ময়লা এই পদ্ধতিতে সহজে বেরিয়ে যায়। ত্বকের ঔজ্জ্বল্য তো ফেরেই। এ ছাড়াও, ঠোঁট ও চোখের ভাল যত্ন নিতে পারে পেটের তলায় এই তেল মালিশ।


Skip to content