শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

অনেকের কাছে ত্বকের যত্ন মানে খুব জোর মাসে এক বার ফেশিয়াল! এতেই ত্বকের যত্ন শেষ? উত্তর, একেবারেই না। ত্বক ভালো রাখতে এক আধ বার খেয়াল খুশি মতো তার যত্ন নিলেই হয় না। এতে সাময়িক ভাবে ত্বক উজ্জ্বল দেখালেও রোজের রূপচর্চায় ইতি টানলে কিন্তু মুশকিল। নিত্য দিন সঠিক ভাবে ত্বকের যত্ন না নিলে একসময় তা নিজের অজান্তেই বুড়িয়ে যাবে। ত্বক ক্রমশ শুষ্কও হয়ে যায়। এ ক্ষেত্রে সব থেকে ভালো হয়, যদি কোনও প্রাকৃতিক উপাদান রূপচর্চায় নিয়মিত ব্যবহার করা যায়। আর সেই রকমই একটি প্রাকৃতিক উপাদান হল অ্যাভোক্যাডো। ত্বক সতেজ রাখতে যার কোনও বিকল্প নেই।
 

নিয়মিত রূপচর্চায়

অনিয়ন্ত্রিত জীবনযাপন ও দূষণের জন্যও এখন অনেক কম বয়সে আমাদের টানটান ত্বক বুড়িয়ে যায়। এই সমস্যায় সমাধানের ভূমিকা নিতে পারে অ্যাভোক্যাডো। কারণ, এতে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন ই-র মতো গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ত্বককে ঠিক মতো পুষ্টি তো জোগায়, পাশাপাশি বলিরেখাও নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন:

চটজলদি ওজন ঝরাতে চান? তাহলে ভরসা রাখুন এই ৫ রকম বীজে

৫০-এর পরেও ঝকঝকে স্বাস্থ্যজ্জ্বল ত্বক চাই? এর জন্য কী কী করবেন?

 

ত্বককে আর্দ্র রাখে

আর্দ্রতা হল উজ্জ্বল ত্বকের প্রাথমিক শর্ত। প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট থাকে এই অ্যাভোক্যাডোয়। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে কোমল ও আর্দ্র। তাই নিয়মিত মুখে অ্যাভোক্যাডো অয়েল লাগাতে পারেন। আবার চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন এই অ্যাভোক্যাডোর ফেস প্যাক।

স্বাদে-গন্ধে: একঘেয়ে কাতলা? স্বাদবদল করুন ‘কমলা কাতলা’ রেসিপিতে! রইল সহজ রেসিপি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৭: পুরীতে বাড়ি— রবীন্দ্রনাথের, গগনেন্দ্রনাথ-অবনীন্দ্রনাথের

 

ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচতে

রোদে অনেকেরই ত্বক পুড়ে যায়। সেই দাগ কমানোর জন্য একটি ভালো টোটকা হল অ্যাভোক্যাডো। পাশাপাশি সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির জন্য ত্বকের নানা রকম সমস্যা দেখা যায়। তবে নিয়মিত রূপচর্চায় এই অ্যাভোক্যাডো ব্যবহার করলে জাদুর মতো ত্বকের সমস্যাও উধাও হয়ে যাবে।
 

ব্রণর সমস্যায়

ত্বকের একটি অন্যতম সমস্যা হল ব্রণ। কারও কারও ব্রণ হলে খুব জ্বালা করে। এই জ্বালা ভাব কমাতে অ্যাভোক্যাডো চটকে ব্রণর উপর কিছুক্ষণ লাগিয়ে রাখুন। এতে বেশ আরাম পাবেন।


Skip to content