মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


পুজো প্রায় দোরগোড়ায়। সারা বছর নিজের দিকে নজর না দিলেও পুজোর আগে সবারই ধুম পড়ে যায় নিজেকে সাজিয়ে তোলার জন্য। পুজোয় নিজেকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় তার প্রস্তুতি শুরু হয়ে যায় অনেকদিন আগে থেকেই। কিন্তু সারা দিনের কাজের চাপ, আর খানিকটা আলসেমির কারণেই রোজ ঠিকমতো ত্বকের পরিচর্যা করা হয়ে ওঠে না অনেকেরই। দিনের পর দিন অবহেলা করতে করতে ত্বক হয়ে ওঠে নিষ্প্রাণ ও জেল্লাহীন। তবে পুজোর আগে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মাথায় রাখুন এই বিষয়গুলি—
 

চন্দনের গুঁড়ো

এটি ত্বকের রঙ ফেরাতে ম্যাজিকের মতো কাজ করে। চন্দনের গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। দেখবেন অল্পদিনের মধ্যেই ত্বকের হারানো রঙ ফিরে পাবেন।
 

নিমপাতা

বেশ কয়েকটা নিমপাতা জলে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে ওই জল একটি শিশিতে ঢেলে রাখুন। রাতে শোয়ার আগে সেই নিমপাতা সেদ্ধ জল একটি তুলোর সাহায্যে সারা মুখে লাগিয়ে নিন।

আরও পড়ুন:

সদ্য চুলে রং করিয়েছেন? রঙের জেল্লা বেশিদিন স্থায়ী করতে চান? এই গুলি মেনে চলছেন তো

শুধু ওজন নিয়ন্ত্রণই নয়, নিয়মিত ওটস মাখলে চটজলদি ত্বকের জেল্লাও বাড়ে

 

হলুদ ও দই

হলুদ সব সময়ই ত্বকের জন্য উপকারি। হলুদের সঙ্গে অল্প পরিমাণে মধু ও পরিমাণ মতো দই ভাল করে মিশিয়ে নিয়ে ত্বকের ওপর লাগিয়ে নিন। এর পর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক উজ্জ্বল ও কোমল হয়ে উঠবে।
 

দুধ, লেবুর রস ও মধু

দুধ, লেবুর রস সঙ্গে একচামচ মধু মশিয়েও ত্বকে লাগাতে পারে। এতে ভালো ফল পাওয়া যায়। এই প্যাক নিয়মিয় লাগালে ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে।
 

পিঁয়াজের রস

পিঁয়াজের রসের সঙ্গে এক চামচ করে পাতিলেবুর রস ও মধু মিশিয়েও ফেসপ্যাক বানাতে পারেন। দারুণ উপকার পাওয়া যায়। সপ্তাহে অন্তত দু’দিন এটা ব্যবহার করুন ভালো ফল পাবেন।

তবে শুধু মাখলেই হবে না। রোজ ফল ও শাকসবজি খেতে হবে। তাহলেই ত্বক ও চুল দুটোই ভালো থাকবে। ফলে প্রচুর ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা ত্বকের সৌন্দর্য ফেরাতে সাহায্য করে। রাতে শোয়ার আগে এক গ্লাস দুধের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায়।


Skip to content