শনিবার ৫ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

এখনকার অত্যাধুনিক ফ্যাশনেবল মহিলারা সারা বছরই শাড়ি কিনে থাকেন। নিত্য নতুন ফ্যাশন ট্রেন্ড এলেও শাড়ির জনপ্রিয় কিন্তু কখনওই কমেনি। হ্যান্ডলুম শাড়ি বা অন্যান্য সিল্ক কিনতে অনেক মহিলারাই পছন্দ করে থাকেন। কেউ কেউ একটু বেশি দাম দিয়ে সিল্কের শাড়িও কেনেন। সিল্কের দাম বেশি হওয়ার কারণে এখন সিল্কের মতো দেখতে বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে। কিন্তু সিল্কের শাড়ি কিনতে গিয়ে সেটা আসল কিনা তা যাচাই করে নেয়াই ভালো ।

কাঞ্জিভরম: কাঞ্জিভরম সিল্কের রং উজ্জ্বল হয়। কাঞ্জিভরম শাড়ি কেনার সময় জরিতে লাল সুতো আছে কিনা দেখে নিতে হবে। যদি না থাকে তাহলে সেই শাড়ি কাঞ্জিভরম নয়।

বেনারসি: হাতে বোনা বেনারসি শাড়ি কিনতে গেলে আপনাকে দেখে নিতে হবে এই শাড়ির ভাঁজে ভাঁজে ভাসা ভাসা সুতো আছে কিনা। এছাড়াও বেনারসি শাড়ির আঁচলে ৬ থেকে ৮ ইঞ্চি লম্বা সিল্কের প্যাচ থাকবে।

চান্দেরি: এই শাড়ি কিছুটা শক্ত হয়। শাড়ির উপর হাত বোলালে যদি বরফে হাঁটার মতো আওয়াজ হয় তাহলে বুঝবেন এটি আসল চান্দেরি সিল্ক। লাইট ওয়েট সিল্ক। এই সিল্ক সূক্ষ্ম এবং নমনীয় হবে। যদি আপনি আংটির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে পারেন তাহলে বুঝবেন সিল্কটি আসল।

Skip to content