মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


সরস্বতী পুজো বাঙালির কাছে আনন্দের একটা দিন। আবার এই দিনটিকে স্মৃতিভরা দিনও বলা যেতে পারে। কারণ, শৈশবে স্কুলের সরস্বতী পুজোর যে স্মৃতি রয়েছে, তা কখনওই ভোলার নয়। এই দিনটাকে বাঙালির ভ্যালেন্টাইন’স ডে-ও বলা যেতে পারে। তাই বাগদেবীর আরাধনার পাশাপাশি নিজেকে সাজিয়ে তোলাও জরুরি। সরস্বতী পুজোর দিন বিভিন্ন রকমের শাড়ি, কুর্তি পরে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোয় স্কুল-কলেজের ছাত্রীরা। প্রাক্তনীরাও এদিন স্কুল কলেজে যান ঠাকুর দেখতে। আর সেই সুযোগে একটা রিইউনিয়নও হয়ে যায়। তাই এই দিনটায় সাজের প্রতি বিশেষ নজর দেওয়া দরকার। সেইজন্য প্রথমেই পোশাক নিয়ে সচেতন থাকতে হবে। আর তাই এবছর সরস্বতী পুজোর জন্য স্পেশ্যাল কুর্তি, শাড়ির কালেকশন নিয়ে এসেছে কাঁচপোকা বুটিক। এই কালেকশনের শাড়ি ও কুর্তি শুধুমাত্র সরস্বতী পুজোই নয়, বিভিন্ন অনুষ্ঠানেও অভিনবত্ব এনে দেবে।
২০২২-এর সরস্বতী পুজো উপলক্ষে অর্পিতা সরকার, তাঁর বুটিক কাঁচপোকায় ফেব্রিকের কাজ করা শাড়ি, সাউথ কটনের উপর ফেব্রিক কাজ করা, কেরালা কটনের উপর ফেব্রিকের কাজ করা শাড়ি, খেসের শাড়ি, ঢাকাই জামদানি, বেগমপুরি, মধুবনী প্রিন্ট, কাঁথাস্টিচ, অ্যাপ্লিকের কাজ করা শাড়ির নানা কালেকশন নিয়ে এসেছেন। এর মধ্যে ফেব্রিকের কাজ করা শাড়িগুলির দাম শুরু ৯০০ টাকা থেকে। দশ ইঞ্চি চওড়া পাড় দেওয়া বেগমপুরি শাড়ির দাম শুরু ৫৭০ টাকা থেকে। ফিস বেগমপুরি শাড়ির দাম শুরু ৬৫০ টাকা থেকে। লাল-সাদা, নীল-সাদা, হলুদ-সাদা, হলুদ বা বাসন্তীর সঙ্গে কালো কম্বিনেশনের শাড়ি রয়েছে এই বুটিকে। রয়েছে জামদানি কুর্তি, মধুবনী প্রিন্টের কুর্তি, বেগমপুরি কুর্তিও। রাসমণি ঢাকাই, পদ্ম ঢাকাই, মীনাকারি ঢাকাইয়ের ট্র্যাডিশন বজায় রেখে কুর্তিতে সেই কাজগুলো রাখা হয়েছে। বেগমপুরি কুর্তির ক্ষেত্রেও একই কাজ করা হয়েছে। নানা রঙের কম্বিনেশনে পাওয়া যাবে এই কুর্তিগুলি। সিপিং চার্জ ছাড়া জামদানি কুর্তির দাম শুরু হচ্ছে ৫২০ টাকা থেকে। স্লিভলেস হিসাবে তৈরি করা হলেও থ্রি কোয়ার্টার স্লিভস বা অ্যাটাচড স্লিভ রয়েছে এই কুর্তিগুলিতে। দশ ইঞ্চি চওড়া পাড় দেওয়া বেগমপুরি কুর্তির দাম শুরু হচ্ছে ৫৫০ থেকে। ফিস বেগমপুরির দাম রয়েছে ৫০০-৫৫০-এর মধ্যে। মীনাকারি কুর্তির দাম শুরু হচ্ছে ৪৫০ টাকা। মধুবনী প্রিন্টের কুর্তির দাম ৪৯০ টাকা থেকে শুরু। কাঁচপোকা বুটিকের এই সরস্বতী পুজো কালেকশনে আনা পোশাকগুলা শুধুমাত্র পুজো নয়, অন্য যেকোনও উৎসবে, যেকোনও অনুষ্ঠানেই আপনার লুক বদলে দিতে প্রস্তুত। অন্যদের থেকে আলাদা সাজে নিজেকে সাজাতে হলে কাঁচপোকায় ভর করতে হবে আপনাকে। শুধু মহিলাদেরই নয়, এই বুটিকে পুরুষদের জন্যও রয়েছে নতুন কালেকশন। সরস্বতী পুজো উপলক্ষে পুরুষদের জন্য বেগমপুরি, অ্যাপ্লিক, ঝর্না, কাঁথা, ফেব্রিক, খাদি পাঞ্জাবি ও বাউল কোট রয়েছে কাঁচপোকা বুটিকে। এছাড়াও রয়েছে আজরাক, খেসের কোট।
এখানে শাড়ি, কুর্তি, পাঞ্জাবির পাশাপাশি জাঙ্ক জুয়েলারি, জুটের জুয়েলারি, কাঁথাস্টিচ করা জুয়েলারি সবই পাবেন অপনারা। অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুকিং করতে হবে কাঁচপোকার পোশাক। তাই আর বিলম্ব না করে আজই কাঁচপোকা বুটিকে একবার ঢুঁ মেরে দেখতে পারেন।

ছবি : কাঁচপোকা বুটিক

ঠিকানা: সি/ও অর্পিতা সরকার, বৈচবেড়িয়া, উস্থী, দক্ষিণ ২৪ পরগনা, পিন: ৭৪৩৩৭৫, ফোন: ৯৯০৩৮৮৭৯৮৮ (হোয়াটসঅ্যাপ): ৯৭৩২৭২৩৪৮০

Skip to content