সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

গরমকালে আমরা অনেকেই ঘামের দুর্গন্ধ দূর করতে ট্যালকম পাউডার ব্যবহার করি। যদিও এই পাউডার নিয়মিত ব্যবহার করার ফলে ত্বকের কোনও ক্ষতি হয় কি না সে সম্পর্কে আমাদের কোনও ধারণা নেই। আমরা এও জানি না, এটি তৈরি করতে কী কী উপকরণ লাগে এবং এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। এই প্রতিবেদনে আমরা জেনে নেবে সেই সব খুঁটিনাটি তথ্য।

যে সব উপাদান দিয়ে তৈরি হয়
ট্যাল্ক নামক এক বিশেষ ধরনের পদার্থ দিয়ে ট্যালকাম পাউডার তৈরি করা হয়। ট্যাল্ক মূলত সিলিকন, অক্সিজেন, ম্যাগনেশিয়াম প্রভৃতি উপাদান নিয়ে গঠিত একটি পদার্থ। বিশেষ ধরনের এই পদার্থ দিয়ে তৈরি পাউডার ত্বকের আর্দ্রতা শোষণ করার পাশাপাশি ঘর্ষণজনিত সমস্যা থেকেও আমাদের রক্ষা করে। তাই খুব স্বাভাবিকভাবে ট্যালকাম পাউডার আমাদের ঘাম নিয়ন্ত্রণে সহায়তা করলেও, ত্বকের ক্ষতি সম্ভাবনা থেকে যায়।

ক্ষতিকারক প্রভাব
কিছু ক্ষতিকারক পদার্থ দিয়ে তৈরি এই ট্যালকম পাউডার শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করলে হাঁচি, কাশি এবং শ্বাসকষ্ট হতে পারে। ফলে আপনার ফুসফুসের ক্ষতিও হতে পারে।

অনেক পাউডার অ্যাসবেসটস নামক ক্ষতিকারক উপকরণ দিয়ে তৈরি হয়ে থাকে। এই অ্যাসবেসটস যুক্ত পাউডার শিশুদের ক্ষেত্রে আরও বেশি ক্ষতিকারক। কারণ তা শিশুদের শ্বাসযন্ত্রের ক্ষতি করে।

আমেরিকার এক গবেষণা দেখা গিয়েছে, মহিলাদের ক্ষেত্রে বহুদিন ধরে গোপনাঙ্গে এই পাউডার ব্যবহার করার ফলে ওভারিয়ান ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া যেকোনও পাউডার ব্যবহার করা উচিত নয়।

বিশেষজ্ঞদের একাংশের মত, এই ধরনের পাউডার ব্যবহারের ফলে ঘর্মগ্রন্থির ক্ষরণের পথ বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ শরীরের ঘাম আটকাতে হিতে বিপরীত হতে পারে।
এই সব ঝুঁকি আছে বলে যে পাউডার একদমই ব্যবহার করা যাবে না, তা ঠিক নয়। তবে পাউডার ব্যবহার করার প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ মতো ব্যবহার করুন।

Skip to content