সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি: সংগৃহীত।

এমন অনেকেই আছেন, যাঁদের পেট ভরে খাওয়াদাওয়ার পরে বিছানায় একটু গড়িয়ে নিতে ইচ্ছা করে। খাবার খাওয়ার পরে তাঁদের চোখ ঘুমে জড়িয়ে আসে। কিন্তু বাড়িতে না হয়, খাওয়াদাওয়ার পরে চটজলদি ঘুমিয়ে পড়লে, কিন্তু বাইরে কী করবেন। সেখানে তো এমন সুযোগ নেই।
তবে ঘুম কাতুরে খাদ্য রসিকদের জন্য এক অভিনব বন্দোবস্ত করেছে জর্ডনের এক রেস্তরাঁ। রেস্তরাঁটির নাম ‘মোয়াব’। সেখানে খাবার খাওয়ার পর ঘুম পেলে, সেখানেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারেন গ্রাহকরা। রেস্তরাঁ মূলত রাতেই খোলা থাকে। গ্রাহকদের যদি নৈশভোজের পরে বাড়ি যেতে ইচ্ছা না তাহলে রেস্তরাঁতেই শীতাতপনিয়ন্ত্রিত ঘরে থেকে যেতে পারেন। এর জন্য আলাদা করে কোনও টাকা খরচ করতে হবে না।
আরও পড়ুন:

‘সঠিক সময়ে সব জানাব’, শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে অপুর মন্তব্যে আশার আলো দেখছেন অনুরাগীরা

সম্পর্ক রয়েছে সহকারীর সঙ্গে, নায়িকা নাকি তাঁর সঙ্গে একত্রবাস করেন! সত্যি? রেখার জীবনী ঘিরে জোর চর্চা

রেস্তরাঁটি খোলা হয়েছে জর্ডনের রাজধানী আম্মানে। তবে রেস্তরাঁয় খেতে এলেই যে এই সুযোগ পাওয়া যাবে, এমনটা নয়। একটি শর্তও আছে। যাঁরা জর্ডনের ঐতিহ্যবাহী জাতীয় খাবার ‘মানসাফ’ অর্ডার করবেন, তাঁরাই কেবল ঘুমোনোর সুযোগ নিতে পারবেন। ‘মানসাফ’ মাংস এবং দই দিয়ে বিশেষ ভাবে তৈরি হয়। ভাত বা নানের সঙ্গে পরিবেশন করা হয় সে-দেশের এই পদ।
আরও পড়ুন:

বাড়তি মেদ চিন্তা বাড়াচ্ছে? ফুচকাতেই রয়েছে ওজন কমানোর জাদু!

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৬৫: ইলিশ নামটির মধ্যে আমাদের আবেগ ও আস্বাদ দুটোই জড়িয়ে আছে

‘মানসাফ’ তৈরির জন্য দক্ষ রন্ধনশিল্পীকেও আনা হয়েছে। রেস্তরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘মানসাফ’ এমনই একটি সুস্বাদু ও লোভনীয় খাবার যা পেটভরে খাওয়ার পরে একটু না ঘুমলে হয় না। রেস্তরাঁর মালিক ওমর এমবাইদিনের বক্তব্য, ‘‘প্রথম দিকে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি অনেকেই। কেউ কেউ মজা হিসাবে নিয়েছিলেন বিষয়টিকে। পরে বিষয়টি সত্যি জানার পরে এখন ‘মানসাফ’ খেতে অনেকেই ভিড় জমাচ্ছেন।’’

Skip to content