বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

সাদা রঙের পোশাক কম বেশি সবাই পরতে পছন্দ করেন। কোনও বিশেষ অনুষ্ঠান বা অফিসের মিটিং, এমনকী বন্ধুদের সঙ্গে পছন্দের জায়গায় গেলেও হয়তো আলমারি থেকে সাদা পোশাকটিরই ডাক পড়ে। কিন্তু সাদা পোশাকে লাগলে দাগ কিন্তু সহজে ওঠে না, বারবার ঘষার পরও হালকা ছোপ থেকে যায়। এই দাগ তোলার কিছু সহজ উপায়।

লিপস্টিকের দাগ
একটি রুটির ভেতরের সাদা অংশ গুঁড়ো করে সেটি দিয়ে লিপস্টিকের দাগের ওপর ঘষে নিন। আস্তে আস্তে লিপস্টিকের পুরো দাগটাই উঠে যাবে। দাগ উঠে গেলে কাপড় থেকে রুটির গুঁড়ো ঝেড়ে ফেলুন।

রক্তের দাগ
রক্তের দাগ শুকিয়ে গেলে ওঠাতে বেশ কষ্ট হয়। কাপড়টি জলে ভিজিয়ে দাগের ওপর নুন ছড়িয়ে ভালোভাবে ঘষে নিলে দাগ উঠে যাবে। এরপর ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে ফেলুন।

রঙিন কাপড় থেকে লেগে যাওয়া দাগ
মাঝে মাঝে রঙিন পোশাক থেকে অন্য সাদা পোশাকে দাগ লেগে যায়। তখন ভিনিগার ও মুলতানি মাটির পেস্ট দাগের ওপর লাগিয়ে রাখতে হবে৷ পেস্টটি শুকোনোর পর ভেজা কাপড় দিয়ে দাগের ওপর ঘষে সাবান দিয়ে ধুয়ে ফেললে দাগ উঠে যাবে।

পানের পিকের দাগ
পোশাক থেকে পানের পিকের দাগ তুলতে হলে একটুকরো পুরোনো কাপড় ও আলুর প্রয়োজন। পিকের দাগের ওপর আলু দিয়ে ঘষে নিলেই দাগ সহজে উঠে যাবে।

মেহেদির দাগ
মেহেদির দাগ তুলতে জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি পেস্টের মতো করে কাপড়ের যে জায়গায় মেহেদি লেগেছে, সেখানে লাগিয়ে শুকিয়ে নিতে হবে। পেস্ট শুকানোর পর ঘষে ধুয়ে নিলেই হবে দাগ উঠে যাবে।

গ্রিজের দাগ
কাপড় থেকে গ্রিজের দাগ তোলার জন্য দাগের ওপরে কর্নফ্লাওয়ার বা ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। কিছুক্ষণ এভাবেই রাখুন যেন কর্নফ্লাওয়ার বা ট্যালকম পাউডার গ্রিজ শুষে নিতে পারে। তারপর ঝেড়ে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলেই হবে।

তেলের দাগ
আমরা যদি মাথায় বা গায়ে তেল (বডি অয়েল) মাখি তা চাদরে বালিশে লেগে যায়। শ্যাম্পু দিয়ে ধুলেই এই তেলের দাগ চলে যাবে।

খাবারের তেলের দাগ
রান্না করার সময় অনেকের জামায় তেল ছিটকে আসে। তখন সেই জায়গায় ট্যালকম পাউডার ছিটিয়ে সারারাত রেখে দিতে হবে। পরের দিন সাবান দিয়ে কাপড়টি ধুয়ে ফেললে দাগ ভ্যানিশ।

হলুদের দাগ
খাওয়ার সময় পোশাকে দাগ লাগলে সেই জায়গায় লেবুর রস দিয়ে একটু ঘষে রোদে শুকিয়ে নিতে হবে। তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপরও যদি দাগ না যায়, সে ক্ষেত্রে গ্লিসারিন লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিতে হবে।

লোহা থেকে লাগা মরিচার দাগ
কাপড়ে মরিচার দাগ তোলার জন্য লেবু বা ভিনিগারের সঙ্গে নুনের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটি দাগে লাগিয়ে কিছুক্ষণ রেখে সাবান–জল দিয়ে ধুয়ে নিলেই হবে।

ঘামের দাগ
ঘামের দাগ তুলতে হলে লাগবে জল আর খাবার সোডা। সিকি কাপ জলে চার টেবিল চামচ খাবারের সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। তারপর ঘামের দাগ লাগা জায়গায় পেস্টটি দিয়ে ঘণ্টাখানেক কাপড়টি ভিজিয়ে রাখতে হবে। শেষে ব্রাশ দিয়ে জায়গাটা একটু ঘষে নিলেই দাগ চলে যাবে।

চা বা কফির দাগ
পোশাকে চা বা কফির দাগ লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে। তাহলে আর দাগ থাকবে না। তারপরও যদি দাগ রয়ে যায়, তাহলে সাবান জল দিয়ে ধুয়ে ফেললেই হবে। কিন্তু অনেক সময় পোশাকে দাগ বসে যায়। সেই বসে যাওয়া দাগ তোলার জন্য চিনি আর জলের পেস্ট দাগের ওপর কিছুক্ষণ লাগিয়ে রেখে দিতে হবে। তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। মনে রাখবেন, যত বেশি চিনি ব্যবহার করা হবে, তত তাড়াতাড়ি দাগ উঠবে। চা বা কফির দাগ তরল দুধ দিয়েও তুলতে পারবেন। দাগ লাগা কাপড়টা কিছুক্ষণ দুধে ভিজিয়ে রেখে সাবান দিয়ে ধুয়ে ফেললেই দাগ চলে যাবে।

চকলেটের দাগ
পোশাক থেকে চকলেটের দাগ তোলার জন্য প্রথমেই যতটা সম্ভব চকলেট তুলে ফেলতে হবে। তারপর সাবান মেশানো গরমজলে কাপড়টি ভিজিয়ে রাখতে হবে। যদি এরপরও চকলেটের দাগ থেকে যায় কাপড়ে, তাহলে জলে সামান্য স্যানিটাইজার মিশিয়ে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর গরমজল দিয়ে কাপড়টি ধুয়ে নিন।

কলমের কালি
কলমের কালির দাগ ওঠানোর জন্য পোশাকটিকে দুধে ভিজিয়ে রাখতে হবে অথবা ব্রাশ বা স্পঞ্জ দুধে ভিজিয়ে দাগ লাগা জায়গায় ঘষতে হবে। তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। সাদা কাপড়ে কলমের কালির দাগ লাগলে অ্যালকোহল বা হ্যান্ড স্যানিটাইজার দাগে লাগিয়ে কিছুক্ষণ ঘষলেও কিন্তু দাগ চলে যেতে পারে।

 


Skip to content