শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

চকোলেটের লোভনীয় স্বাদ এড়ানো খুবই মুশকিল। কিন্তু কখনও ভেবে দেখেছেন এই চকোলেট দিয়েও আপনি রূপচর্চা করতে পারেন। আপনার ত্বক যদি শুষ্ক ও নিষ্প্রাণ হয় তাহলে নিঃসন্দেহে তাতে প্রাণ ফেরাবে চকোলেট ফেশিয়াল। আসলে চকোলেটে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায়, তা ত্বকের জন্য অতিমাত্রায় উপকারী।
 

কেন করবেন চকোলেট ফেশিয়াল?

চকোলেটে থাকা বিভিন্ন উপাদান ত্বকে রক্ত সঞ্চালনে সহায়তা করে। ফলে ত্বকের শুষ্ক ভাব দূর হয়। আর ত্বক মোলায়েম হয়।

এই ফেশিয়াল করার ফলে রোদ লেগে ত্বক পুড়ে যাওয়া, ত্বক বুড়িয়ে যাওয়া ও কালচে ছোপ পড়ার মতো নানা সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

রোদ, দূষণ ও অতিরিক্ত মেকআপ ব্যবহারের ফলে ত্বকে একটা মলিন ভাব আসে, তা দূর করে এই ফেশিয়াল। এর ফলে ত্বকের কোষের বৃদ্ধি হয়, যাতে ত্বক হয়ে ওঠে তরতাজা।
নিয়মিত চকোলেট ফেশিয়াল করলে ত্বক উজ্জ্বল হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ। এগুলো ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে নতুনের মতো করে তোলে।

আরও পড়ুন:

গ্রীষ্মকালে নিয়মিত পাউডার ব্যবহার করেন? ত্বকের কোনও ক্ষতি হচ্ছে না তো?

আপনি কি শুধু শুধু সপ্তাহান্তেই শরীরচর্চা করেন? এতে কী কাজ হয় জানেন?

 

বাড়িতে কী ভাবে চকোলেট ফেশিয়াল করবেন?

প্রথমে ১ টেবিল চামচ কোকো পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণটি মুখে বৃত্তাকারে ২ মিনিট ম্যাসাজ করুন। তারপর গরম জল দিয়ে ধুয়ে নিন। এবার ১ টেবিল চামচ ব্রাউন সুগার, ১ টেবিল চামচ কোকোয়া পাউডার ও ২ টেবিল চামচ নারকেল মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেক আলতো করে মুখে স্ক্রাব করুন। স্ক্রাব করা হয়ে গেলে এবার একটি পাত্রে ১ টেবিল চামচ কোকো পাউডার ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি মুখে মেখে মিনিট পনেরো রেখে দিয়ে ধুয়ে নিন। দেখবেন ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও সতেজ।


Skip to content