শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

সম্পর্কের খুঁটি মজবুত করতে শারীরিক ঘনিষ্ঠতার প্রয়োজনীয়তার পাশাপাশি তার দ্বারা যেন কোনও রোগ জন্ম না নেয়, সে বিষয়েও সদা সতর্ক থাকা উচিত। কারণ, সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, মুখমেহনের (ওরাল সেক্স) অভ্যাস থেকে গলায় এবং মুখে ছড়িয়ে পড়তে পারে ক্যানসার।
এক দল গবেষক সম্প্রতি এই গবেষণাটি প্রকাশ্যে এনেছেন। সেই গবেষকরা জানাচ্ছেন, মুখমেহন গলা, মাথা এবং মুখের ক্যানসারের আশঙ্কাকে দ্বিগুণ হারে বাড়িয়ে তুলতে পারে। সঙ্গীর শরীরে ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ কিংবা ‘এইচপিভি’-র প্রাচুর্য থাকলে মূলত ক্যানসারের আশঙ্কা থাকে। তবে স্বল্প কয়েক বারের মুখমেহনে পুরোদস্তুর সংক্রমণ হবে, এমনটা কিন্তু নয়।
আরও পড়ুন:

ঘণ্টাখানেকের অস্ত্রোপচারেই পুরুষাঙ্গের দৈর্ঘ্য বাড়বে, আর কী কী সমস্যার সমাধান হবে?

চলো যাই ঘুরে আসি: অযোধ্যা— ইতিহাস ও জনশ্রুতি /২

তবে নিয়মিত এই ধরনের যৌন সম্পর্কে গড়ে তুললে ক্যানসারের আশঙ্কা তৈরি হয়। তবে একথাও বলা যায়, মুখমেহনের ফলে ক্যানসারের শিকার হয়েছেন, এই সংখ্যাটা তুলনায় কম। কিন্তু সতর্ক থাকতে ক্ষতি তো নেই। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দু’-এক শতাংশের ক্ষেত্রে বিষয়টি ঘটে। কিন্তু সাবধান থাকতে হবে সকলকেই। বিশেষ করে একাধিক যৌনসঙ্গী থাকলে ক্যানসারের আশঙ্কা স্বাভাবিক ভাবেই বেশি থাকে। কিছু সাবধানতা নিলে অবশ্য আমরা এই ভয়ানক রোগের হাত থেকে বাঁচতে পারি।
আরও পড়ুন:

শিশুদের ঝুলে থাকলে উচ্চতা বাড়ে? এই ধারণা কি আদৌ ঠিক?

ত্বকের পরিচর্যায়: চুল পড়ার কারণগুলো জানলেই তা রুখে দেওয়া যায়, রইল ত্বক বিশেষজ্ঞের পরামর্শ

চিকিৎসকদের কথায়, কিছু উপসর্গ দেখলে আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। মুখমেহনের অভ্যাস থাকার পর যদি খাবার খেতে ও ঢোক গিলতে কষ্ট হয়, কাশির সঙ্গে রক্ত ওঠে, গলায় ব্যথাহীন মাংসপিণ্ড হয়— এই উপসর্গগুলি যদি দেখা দিতে থাকে, তা হলেই সঙ্গে সঙ্গে সাবধান হতে হবে। সেই সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়াও প্রয়োজন।

Skip to content