ছবি প্রতীকী
কিন্তু ত্বকের পরিচর্যায় ওটস কতটা কার্যকরী তা জানেন কী?
সাধারণত ত্বকে তেল ও ময়লা জমলে ব্রণ হয়। ওটসের মধ্যে আছে প্রাকৃতিক ক্লিনজার। স্যাপোনিনস নামের সেই রাসায়নিকের গুণে ত্বকের ময়লা দূর হয় সামান্য ওটস মাখলেই। ফলে ব্রণ হওয়ার সম্ভাবনাও কমে। ব্রণর মতোই ব্ল্যাকহেডসের সমস্যাও বাড়ে তেল, ময়লা জমে রোমকূপ বন্ধ হতে শুরু করলে। ওটস ত্বকের উপর জমে থাকা মৃত কোষ সরাতে সক্ষম। এতে উপস্থিত স্যাপোনিন মুখ পরিষ্কার করে। তাতেই কমে ব্ল্যাকহেডসের সমস্যা।
হৃদরোগের ঝুঁকি কমায় ডার্ক চকোলেট, কী ভাবে?
চকোলেট দিয়ে রূপচর্চা? পুজোর আগে ঝকঝকে ত্বক পেতে করে দেখতে পারেন
কী ভাবে ব্যবহার করবেন?