শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


বিয়ের সাজে মেহেন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই সময় হাতে মেহেন্দির রং গাঢ় করতে কম কসরত করতে হয় না। বিয়ে ছাড়াও অনেকে উৎসবে কিংবা কোনও শুভ অনুষ্ঠানে মেহেন্দি পরেন। কিন্তু কিছুদিন যাওয়ার পরই মেহেন্দির রং ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। আর হাতে মেহেন্দির রং ফিকে হয়ে গেলে মোটেও সুন্দর লাগে না। এদিকে, মেহেন্দির রং তুলতে গেলেও খাটনির শেষ থাকে না। বিয়ের পর অনেকেই সেই ফিকে হয়ে যাওয়া মেহেন্দি হাতে রাখতে চান না। সেই কারণেই ফিকে হয়ে যাওয়া মেহেন্দি তোলার কিছু টিপস রইল আপনাদের জন্য।

লেবুর রসে জাদু আছে
হাতে মেহেন্দি লাগানোর পর লেবুর রস মাখলে মেহেন্দির রং যেমন গাঢ় হয়, তেমনই ফিকে হয়ে যাওয়া মেহেন্দি তুলতেও সাহায্য করে লেবুর রস। এক বালতি হালকা গরম জলে ৬ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। তারপর এই জল দিয়ে হাত ধুতে থাকুন। দেখবেন হাতে থাকা ফিকে মেহেন্দি নিমেষে উঠে যাবে।

টুথপেস্ট লাগালেও সহজে উঠবে মেহেন্দি
ফিকে হয়ে যাওয়া মেহেন্দির রং আরও হালকা করতে হাতের তালুতে টুথপেস্টের পাতলা স্তর লাগিয়ে রাখুন। এরপর টুথপেস্টটি শুকিয়ে গেলে ভেজা কাপড় দিতে মুছে নিন।

বেকিং সোডাও কার্যকরী
মেহেন্দি তুলতে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। সম পরিমাণ বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে হাতের তালুতে পাঁচ মিনিট লাগিয়ে রাখুন। তারপর জল দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলুন। এভাবে অনায়াসেই বেকিং সোডার সাহায্যে মেহেন্দির রং হালকা করা সম্ভব।

রং হালকা করতে অ্যান্টি-ব্যাকটেরিয়া সোপ
আপনি যদি তাড়াতাড়ি মেহেন্দির রং হালকা করতে চান, তাহলে অ্যান্টি-ব্যাকটেরিয়া সোপ দিয়ে ঘন ঘন হাত ধুতে থাকুন। এভাবে ৮ থেকে ১০ বার হাত ধুলেই হালকা হয়ে যাবে মেহেন্দির রং।

নুন জলে উঠে যাবে মেহেন্দি
মেহেন্দির রং হালকা করার ক্ষেত্রে নুন, জল ভীষণ কার্যকরী হয়। এই মিশ্রণটি যে কোনও দাগ দূর করতে সাহায্য করে। এক মগ জলে বেশ খানিকটা নুন মিশিয়ে তাতে ২০ মিনিট হাত ডুবিয়ে রাখলে মেহন্দির রং অনেকটা হালকা হয়ে যাবে। তবে এই পদ্ধতিতে মেহেন্দির রং হালকা করতে গেলে হাত শুষ্ক হয়ে যেতে পারে। তাই জল থেকে হাত তুলে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। এতে হাত ভালো থাকবে আর মেহেন্দির রংও হালকা হয়ে যাবে।

ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

Skip to content