সোমবার ৮ জুলাই, ২০২৪


প্রিয় বন্ধু অনায়াসে আপনার সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠতেই পারতেন। কিন্তু একটি জায়গায় গিয়ে সেই বিষয়টি আর এগল না। কারণ হিসাবে দেখা যেতে পারে, আপনারা কখনই দু’জনের মধ্যে সে ভাবে কোনও শারীরিক আকর্ষণ অনুভব করেননি।

অথবা নতুন কারও সঙ্গে সদ্য আলাপ হয়েছে। আড্ডা মেরে দেখলেন দু’জনের অনেক বিষয়ে বেশ মতগুলি মিলে যাচ্ছে। সবই ঠিক আছে। কিন্তু সে ভাবে শারিরিক কোনও আকর্ষণ বোধ করছেন না। এই একটি জায়গায় বাধা পেলেই সকলে ধরে নেন যে, সেই সম্পর্কের আর কোনও ভবিষ্যৎ নেই। কিন্তু বাস্তবে কি তাই?
একটু ভেবে দেখলেই বুঝবেন যে, তেমনটাও আদৌ নয়। অনেক সময়েই শুধু শারীরিক আকর্ষণ ছাড়া আর কোনও মিল না থাকলে সে সম্পর্ক টেকে না। প্রথম আলাপে রসায়ন তৈরি হলে তা সুন্দর অনুভূতি হয় বটে। কিন্তু শুধু তার উপর নির্ভর করে সম্পর্ক তৈরি না করাই ভালো। ধরুন, পূর্ব কোনও সম্পর্কে আপনার অভিজ্ঞতা তিক্ত ছিল। নির্যাতিতও হতে হয়েছিল আপনাকে। তারপর নিজেকে সামলে নতুন কারও সঙ্গে ডেটে গেলেন। হতে পারে মনে হল, ‘প্রথম আলাপেই খুব চেনা চেনা লাগছে’! এই ‘চেনা চেনা’ অনুভূতি হয়তো আপনার জীবনে বিপদই ডেকে আনতে পারে। ভবিষ্যতে হয়তো দেখলেন, আপনার আগের সঙ্গীর সঙ্গে এই মানুষের বেশ কিছু চারিত্রিক মিল বেরিয়ে পড়ল।
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১১: বন থেকে বনান্তরে

পঞ্চমে মেলোডি, পর্ব-২: ‘আও টুইস্ট করে’ গানের জন্য পঞ্চমের সঙ্গে শচীনকর্তার বাক্যালাপও বন্ধ ছিল বেশ কিছুদিন

তাই শুধু শারীরিক আকর্ষণের উপর নির্ভর করবেন না। নতুন সঙ্গী খোঁজার সময়ে গুরুত্ব দিন অন্য নানা বিষয়ের ওপরও। কিন্তু শারীরিক আকর্ষণও যথেষ্ট গুরুত্বপূর্ণ যে কোনও সম্পর্কের জন্য। সেটি কি তৈরি করে নেওয়া সম্ভব? বিশেষজ্ঞের একাংশের মতে, হ্যাঁ, সম্ভব। এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে।

একসঙ্গে অনেক কিছু করুন। শুধু রেস্তরাঁয় বসে সময় কাটাবেন না। দু’জনের অন্য বন্ধুবান্ধবের সঙ্গে বেরিয়ে দেখুন। পছন্দের কোনও কাজ একসঙ্গে করতে পারেন। জঙ্গলের সাফারি বা ট্রেকিংয়ের মতো কোনও রোমাঞ্চকর কাজ একসঙ্গে করে দেখুন। খেয়াল রাখুন পরস্পরের কোন অসুবিধা হচ্ছে কি না।
আরও পড়ুন:

ছোটদের যত্নে: শিশুর হাঁপানির সমস্যা? বাড়িতে কীভাবে প্রাথমিক চিকিৎসা করবেন জেনে নিন খুঁটিনাটি

স্বাদে-আহ্লাদে: কুলের আচারের নাম শুনলে জিভে জল আসে? রইল সহজ রেসিপি

কোন কোন বিষয়ে দু’জনের শখ-আহ্লাদ মিলছে, তা খুঁজে বার করুন। এমন অনেক সময়েই হয় যে, হয়তো কাউকে খুবই সাদামাঠা লাগছে। কিন্তু যেই দু’জনের কোনও একটি শখ মিলে গেল এবং সে বিষয়ে কথা বলা শুরু করলেন, তখনই দেখলেন হয়তো সব বদলে গেল!
প্রথম সাক্ষাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। অন্তত তিন-চার বার দেখা করুন। অনেকে লাজুক হয়। তাই নিজেকে অন্যের সামনে মেলে ধরতে একটু সময় লাগে।

চুম্বন অনেক কিছু পাল্টে দিতে পারে। যাঁকে দেখে মনে হবে তাঁর প্রতি কোনও টানই নেই, দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে একটি চুম্বনের পর।

যৌন-অভিজ্ঞতা নিয়ে কথা বলুন। কোনটা ভালো লাগে, কী ভালো লাগে না, সে বিষয়ে খোলামেলা আলোচনা করে দেখতে পারেন।

ডেটে যাওয়ার আগে পাহাড়-প্রমাণ প্রত্যাশার নিয়ে যাবেন না। একজন নতুন মানুষকে চিনতে- জানতে যাচ্ছেন, তেমনই মানসিকতা নিয়ে যান। কিছু রসায়ন তৈরি না হলেও, নতুন এক বন্ধুও তো পেয়ে যেতে পারেন।

Skip to content