![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/Tea.jpg)
ছবি: প্রতীকী। সংগৃহীত।
বাঙালির সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চায়ে চুমুক না দিলে দিনটা যেন শুরুই হয় না। এখন অনেকই শরীর সম্পর্কে সচেতন। তাই তাঁরা সকাল শুরু করেন লিকার চা দিয়ে। তবে বেশির ভাগ বাঙালির কড়া লিকার চায়ের বদলে স্বাদ অনুযায়ী মিষ্টি আর দুধের সর পড়া চাই পছন্দ। যদিও এ বিষয়ে চিকিৎসকদের বক্তব্য, শরীরের যত্নে চিনি-দুধ ছাড়া চা-ই বেশি উপকারী। মনে রাখতে হবে, সকালে খালি পেটে দীর্ঘদিন দুধ চা খেলে শরীরে তার ক্ষতিকারক প্রভাব পড়ে।
দুধ চা খাওয়ার অভ্যাস শরীরে কী কী ক্ষতি করে ফেলে?
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/Sundarban-1.jpg)
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭: সুন্দরবনের শিশুরক্ষক পাঁচুঠাকুর
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/10/RD-Burman.jpg)