ছবি: প্রতীকী। সংগৃহীত।
হাইপার টেনশন নিয়ন্ত্রণে রাখবেন কীভাবে?
প্রথমে স্ট্রেস কমানোর উপায় বিষয়ে বলি। একেবারে ছোট বয়স থেকে নিয়ম মাফিক যদি ধ্যান ও প্রাণায়ম এই দুটি যোগাসন অভ্যাস করা যায় তাহলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে আর স্ট্রস বা টেনশন কমে। এই দুটি আসন অভ্যাস করলে মনঃসংযোগের ক্ষমতা বাড়ে।
ধ্যান
এই আসনটি পাঁচ বছর বয়স থেকে রোজ অভ্যাস করতে হবে। প্রথম দিকে মিনিট দশেক অভ্যাস করাই যথেষ্ট, পরে কিন্তু সময় বাড়িয়ে আধ ঘণ্টায় নিয়ে যেতে হবে।
পাখি সব করে রব, পর্ব-১: সবুজ সুন্দরী মুনিয়া
অমর শিল্পী তুমি, পর্ব-১: একটু শুরুর কথা হলে ক্ষতি কী…
শীতলী প্রাণায়াম
হাই ব্লাড প্রেসারের জন্য এই আসনটি অনবদ্য। যে কোনও বয়সেই এই আসন অভ্যাস করা যায়। এতে ক্লান্তি, স্নায়ু ঘটিত দুর্বলতা, অহেতুক চঞ্চলতা সবই কমে।
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১০: আমাদের কোনও শাখা নেই
শাশ্বতী রামায়ণী, পর্ব-৫২: আঁধার ঘনালো বুঝি সীতার ভুবনে…
নিয়ন্ত্রণে রাখুন লাইফস্টাইল ও খাওয়াদাওয়া
এছাড়াও প্রেসার বাড়া বা কমার অন্য আর একটি কারণ লাইফস্টাইল ইমব্যালান্স। জীবনে শৃঙ্খলা আনা প্রয়োজন। খাওয়াদাওয়ায় অনিয়ম করাও ঠিক নয়। লাইফস্টাইলে ব্যালান্স আনা ছাড়াও কয়েকটি ব্যায়াম নিয়মিত অভ্যাস করলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে।
যষ্ঠীআসন
এই আসনে শরীরের স্ট্রেচিং সঠিক হয়। সারা শরীরে রক্ত চলাচল ভালো করা, শরীর সচল রাখা সবই এই আসনের মাধ্যমে সম্ভব। শরীরে রক্ত চলাচল ভালো থাকলে ব্লাড প্রেসারের সমস্যা হওয়ার সম্ভাবনাও কম থাকে। ফলে এই আসনটি রোজ অন্তত দশ মিনিট অভ্যাস করা উচিত।
ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-৪: রাজ পরিবারের সঙ্গে বিবাহ সম্পর্ক ও ব্রাহ্মবাদ
বিধানে বেদ-আয়ুর্বেদ, মুখের রুচি চলে গিয়েছে? আয়ুর্বেদ উপায়ে অরুচি দূর করবেন কী ভাবে?
বজ্রাসন
স্নায়ু স্থির রাখতে এই আসনটি অনবদ্য। শুধু তাই নয় খাওয়াদাওয়ায় অরুচি হলেও এই আসনটি অনবদ্য। ফলে প্রেসার নিয়ন্ত্রণে রাখার জন্য বজ্রাসন অভ্যাস করুন নিয়মিত।
উৎকটাসন
এই আসনটি শরীরের সচলতা বাড়িয়ে তোলার পক্ষে উপযুক্ত। এর ফলে শরীরে রক্তচলাচল ভালো থাকে এবং ব্লাড প্রেসারের মতো রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।