সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

অনেক সময় অফিসে এক বিশ্রী পরিস্থিতি তৈরি হয়। আপনার বস যদি সব কথাতেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন, তা হলে কর্মক্ষেত্র উদ্বেগজনক হয়ে উঠতে পারে। অফিস ঢুকতে না ঢুকতেই যদি বসের চিৎকার শুনতে হয়, তা হলে অনেক সময় কাজটা ঠিক মতো করার মানসিক অবস্থা থাকে না। সবসময়ই আপনাকে উদ্বেগের মধ্যে কাটাতে হয়। কিন্তু বসের কথা তো আপনি ফেলে দিতে পারেন না। তাই আপনি ঠিক কী করে এই পরিস্থিতির মোকাবিলা করবেন, সেটাও বোঝা মুশকিল। প্রথমেই বুঝতে হবে, বস কি শুধু আপনার সঙ্গেই এই ব্যবহার করছেন, নাকি সকলের সঙ্গে। যদি আপনার মনে হয় আপনাকে আলাদা করে হেনস্থা করা হচ্ছে, তা হলে আপনি মানবসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করুন। যদি তেমন না হয়, তা হলে অবশ্য কিছু সমাধানের পথ রয়েছে এই পরিস্থিতির। জেনে নিন কী কি করা যেতে পারে।
 

ভুল স্বীকার করে নিন

যদি মনে হয়, আপনার সত্যিই কিছু ভুল ছিল, তা হলে সেগুলি মেনে নেওয়াই ভালো। অহেতুক তর্ক করে বা অজুহাত দিতে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে।
 

আলাদা করে কথা বলতে পারেন

বার বার যদি সহকর্মীদের সামনে আপনার সঙ্গে চিৎকার করে কথা বলা হয়, তা হলে সেটা অপমানজনক মনে হতেই পারে। তাই বসের সঙ্গে আলাদা করে একটি মিটিংয়ের অনুরোধ করুন। ঠান্ডা মাথায় সব সমস্যার আলোচনা করুন।

আরও পড়ুন:

গুজরাতে আচমকা ভেঙে পড়ল ঝুলন্ত সেতু, মৃত অন্তত ৬০, আহত বহু, নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধারকাজ

রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’-তে দেখা যাবে বরুণ ধাওয়ানকেও! কী ভাবে?

 

ভুলেও চিৎকার করবেন না

বস যখন চিৎকার করছেন, যতই ইচ্ছে হোক, আপনি ভুলেও পাল্টা চিৎকার করবেন না। বরং পরিস্থিতি ঠান্ডা হওয়ার অপেক্ষা করুন। তারপর নিজের বক্তব্য সোজাসুজি জানানোর চেষ্টা করুন।
 

ভুল না হলে স্পষ্ট করে বলুন

যদি মনে হয়, আপনার কোনও ভুল হয়নি, কিন্তু কোথাও ভুল বোঝাবুঝির কারণে বস আপনার সঙ্গে এই ধরনের ব্যবহার করছেন, তা হলে সেটা ঠান্ডা মাথায় ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করুন।
 

সমাধানের পথ দেখান

যদি কোনও বিষয় নিয়ে বসের সঙ্গে আপনার মতে অমিল হয়, তা হলে সেই নিয়ে তর্ক না করে অন্য ভাবে কী করে মিতিয়ে নেওয়া যায়, তার একটি পরিকল্পনা করুন। এবং তা মিটিংয়ে আলোচনা করে দেখুন, বসের কী মত।


Skip to content