শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

হাল ফ্যাশনে গয়না হিসাবে মহিলাদের প্রথম পছন্দ হল জাঙ্ক জুয়েলারি। বিয়েবাড়ি হোক কিংবা পুজো, ট্র্যাডিশনাল লুক ধরে রাখতে জাঙ্ক জুয়েলারি পরেন অনেকেই। জাঙ্ক জুয়েলারি মহিলাদের একরকম নেশা ধরিয়ে দিয়েছে বলা যেতে পারে। তাই বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তাঁরা এই ধরনের জাঙ্ক জুয়েলারি কেনেন। কিনে তো ফেললেন কিন্তু এর যত্ন নেবেন কীভাবে তা কি জানা আছে কারওর? জাঙ্ক জুয়েলারি ব্যবহার করার কিছুদিন পরই দেখা যায় পছন্দের অক্সিডাইজড কানের দুল কালো হয়ে গেছে। কিংবা ধরুন পাথর বসানো হারে দুটো স্টোন মিসিং। কী করবেন তখন? এই জুয়েলারিগুলো ফেলে দেবেন নাকি আরও যত্ন করে এগুলিকে পুনরায় সংগ্রহ করে রাখবেন? যদি আরও যত্ন করতে চান তাহলে জাঙ্ক জুয়েলারি দীর্ঘদিন ভালো রাখতে সঠিক নিয়মগুলো জেনে নিন।
 

প্রথমে প্রয়োজনীয় গয়না বাছাইয়ের পর্ব সেরে ফেলুন

প্রথমেই বেছে নিন আপনার পছন্দমতো গয়না। জাঙ্ক জুয়েলারি রাখুন সেইসব গয়নার তালিকায় যেগুলো আপনি প্রতিদিন না পরলেও সপ্তাহে যেন একটা দিন পরতে পারেন। সাধারণত বাইরে ধুলো, ধোঁয়া, বাতাসের আর্দ্রতা ও আপনার শরীর থেকে নির্গত হওয়া ঘাম লেগে বেশি নষ্ট হয় এই জাঙ্ক জুয়েলারি। যার কারণে আপনার সবচেয়ে বেশি পছন্দের জুয়েলারি যেটা আপনি সবসময় পরেন, সেই গয়নাই আগে নষ্ট হয়। আর তাই প্রতিদিন না পরে পছন্দের জাঙ্ক জুয়েলারি পরুন সপ্তাহে একদিন।

 

গয়না পর্যবেক্ষণ

পছন্দের গয়না বেছে নেওয়ার পরই পরিষ্কার করবেন না। মনে রাখবেন, এগুলো শৌখিন গয়না। তাড়াহুড়ো করে পরিষ্কার করলে এর সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তাই গয়না পরিষ্কার করুন সময় নিয়ে একটু ধৈর্য ধরে। কোন গয়নার রং কালো হয়ে গেছে, কোন গয়নার ট্যাসেল ছিঁড়ে গেছে, কোন গয়নার পাথর খুলে গেছে আগে সেগুলো ভালো করে দেখে নিন। তারপর আলাদা আলাদা করে গয়নাগুলো বেছে রাখুন। পরে সময় নিয়ে পরিষ্কার করুন। এতে গয়না পরিষ্কার করতেও সুবিধা হবে আর সঠিকভাবে সব গয়নার যত্নও নিতে পারবেন।
 

গয়নার বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন

শৌখিন গয়না পরিষ্কারের সময় বেশকিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। পরিষ্কার করার আগে দেখে নিন যে কোন গয়না পরিষ্কার করছেন। পাথর বসানো গয়না নাকি ট্যাসেল দেওয়া গয়না। কারণ এই ধরনের গয়নাকে জোরে ঘষা বা বেশি টানাটানি করা একেবারেই চলবে না। আবার পাথর বসানো গয়না বেশি জলে ধোয়া যাবে না। পাথরগুলি আঠা দিয়ে লাগানো থাকে। বেশি জল দিলে সেই আঠা নরম হয়ে যেতে পারে। তাই পাথরের গয়না পরিষ্কার করুন কম জলে। জলে কাপড় ভিজিয়েও পরিষ্কার করতে পারেন পাথরের গয়না।

আরও পড়ুন:

সারাক্ষণই উদ্বিগ্ন? নিয়মিত যোগাভ্যাসেই বাড়বে মনের স্থিরতা, জেনে নিন কোন আসনের কী উপকারিতা

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৭: বিপৎকালে দেখতে পাই, রাখাল ছাড়া বন্ধু নাই…

 

টুথব্রাশ দিয়ে গয়না পরিষ্কার করতে পারেন

অনেকসময় অনেকেই পুরনো ব্যবহার করা টুথব্রাশ দিয়ে গয়না পরিষ্কার করেন। কিন্তু এতে গয়না পরিষ্কার তো হয়ই না। বরং গয়না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পুরনো নয়, গয়না পরিষ্কার করুন একটা নতুন টুথব্রাশ দিয়ে। টুথব্রাশের বদলে আঙুল দিয়েও গয়না পরিষ্কার করতে পারেন। সেক্ষেত্রে হাত ও নখে কোনও ময়লা থাকলে চলবে না। গয়নার ফাঁকফোকরে যেখানে টুথব্রাশ পৌঁছয় না সেই জায়গাগুলো টুথপিক দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। আর গয়নার উপর যে হালকা শ্যাওলার পরত থাকে তা শুকনো ব্রাশ দিয়ে আলতো করে ঘষে তুলে নিন। তাহলেই দেখবেন গয়না আবার আগের মতো চকচক করছে।
 

ব্যবহার করার পর অবশ্যই পরিষ্কার করুন

প্রতিদিন গয়না ব্যবহার করার পর শরীর থেকে নির্গত ঘাম লেগে আপনার গয়না নষ্ট হয়ে যেতে পারে। তাই ব্যবহার করার পর ঘরোয়া পদ্ধতিতেই পরিষ্কার করুন আপনার পছন্দের গয়না।

আরও পড়ুন:

ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-৩: কোচবিহার ও রাজ পরিবার— নানা ধর্ম ও মানুষের মিশ্রণ

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪: শুভ পরিণয়বেলা

 

পাতিলেবু দিয়ে আলতো করে ঘষুন

কাটা পাতিলেবু দিয়ে গয়নার উপর আলতো করে ঘষুন। তাহলে গয়নার উপর যে কালো ময়লা জমে তা কিছুটা হলেও বিদায় নেবে। এছাড়াও, লেবুর রস করে তাতে অল্প সোডা দিয়ে যদি ছোট কানের দুল সারারাত ভিজিয়ে রাখেন, তাহলে দেখবেন কানের দুল আগের মতো জেল্লা ফিরে পেয়েছে।
 

সাদা ভিনিগারও ব্যবহার করতে পারেন

পাতিলেবুর পরিবর্তে সাদা ভিনিগারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সাদা ভিনিগার ও জল মিশিয়ে তাতে ব্রাশ ডুবিয়ে আলতো করে গয়নার উপর ঘষুন। দেখবেন গয়না একেবারে পরিষ্কার হয়ে গেছে। শুধু তাই নয়, গয়নার ঔজ্জ্বল্য ফিরে পেতে হলে আঙুলের ডগায় অলিভ ওয়েল নিয়ে গয়নায় ঘষুন। তারপর অবশ্যই সেই তেল মুছে নিন। ব্যাস তাহলেই গয়নায় থাকা ময়লা হবে ভ্যানিশ।
 

লিকুইড হ্যান্ড সোপ

আপনার পছন্দের গয়না যদি অক্সিডাইজডের না হয়, তবে অন্যান্য গয়না পরিষ্কার করার জন্য ব্যবহার করুন লিকুইড হ্যান্ড সোপ। এটা অক্সিডাইজড গয়না বাদে অন্য ধরনের গয়নার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।


Skip to content