বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

কাজল কালো মায়াবী চোখের টানে পাগলপারা হয়ে পড়েন অনেকেই। এ যেন এক মোহময় আবেশ। চোখের মেকআপের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল মাস্কারা। চোখের ঘন পলকে মাস্কারার প্রলেপ যেন সাজের সংজ্ঞাকেই আমূল বদলে দেয়।
চোখের পাতা সকলের একই রকম হয় না। কারও চোখের পাতা পাতলা হয়। কারও ঘন। পাতলা চোখের পাতা ঘন করতে মাস্কারার প্রয়োজন হয়। কিন্তু জানেন কি মাস্কারা ছাড়াই ঘরোয়া কয়েকটি উপায়ে চোখের পাতা ঘন করা সম্ভব।
 

ক্যাস্টর অয়েল

ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে আমরা ভরসা রাখি ক্যাস্টর অয়েলের ওপর। ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাস্টর অয়েল চোখের পাতা ঘন করতে সাহায্য করে। আপনি ঘুমানোর আগে আঙুলের ডগায় অল্প ক্যাস্টর অয়েল নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। পর পর কয়েক দিন এটা পদ্ধতিতে ক্যাস্টর অয়েল লাগালে চোখের পাতা ঘন হয়ে উঠবে।

আরও পড়ুন:

পুরুষ না মহিলা, কারা বেশি পরকীয়ায় জড়িয়ে পড়েন? কী বলছে সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট?

ছোটদের যত্নে: নবজাতকের ত্বক নিয়ে চিন্তায়? এখন থেকেই যত্ন নিন এ ভাবে

 

নারকেল, বাদাম এবং অলিভ অয়েলের মিশ্রণ

প্রোটিন, খনিজ উপাদান সমৃদ্ধ এই তেল চোখের পাতা ঘন করতে অত্যন্ত কার্যকর। দিনের যে কোনও ফাঁকা সময়ে চোখের পাতায় আলতো করে এই তেলটি ৩-৪ ঘণ্টা লাগিয়ে রেখে দিন। এরপর মুখ ধোয়ার আগে পাতলা কোনও সুতির কাপড় দিয়ে চোখ মুছে নিন। না হলে তেল চোখে চলে গেলে চোখ জ্বালা করতে পারে। সপ্তাহে ৩-৪ দিন এটি করতে পারেন।
 

ভিটামিন-ই

ভিটামিন-ই চুল, ত্বক, নখের ক্ষেত্রে খুবই উপকারী। ঠিক তেমন ভাবেই চোখের পাতা ঘন করতেও সমান উপকারী ভিটামিন-ই। তবে চোখে যাতে চলে না যায়, তার জন্য ব্যবহার করার আগে বাড়তি সাবধানতা মেনে চলা উচিত। প্রথমে ভিটামিন-ই হালকা হাতে চোখের পাতায় লাগিয়ে নিন। কিছুক্ষণ রাখার পর সাবধানে মুছে নিন। সম্ভব হলে মাস্কারা লাগানোর আগেও ভিটামিন-ই ক্যাপসুল চোখের পাতায় ব্যবহার করে নিতে পারেন। এতে চোখের পাতা বেশ বড় দে‌খাবে।


Skip to content