শারীরিক শক্তি ও মনঃসংযোগ বাড়াতে এবং বদহজম কমাতে বজ্রাসন খুব সাহায্য করে। এই যোগাসন নিয়মিত করলে আরও অনেক উপকার পাওয়া যায়। বজ্রাসন করলে আর কী কীউপকার পেতে পারেন?
বজ্রাসন করলে কী কী উপকার হবে?
পেটের মেদ কমাতে পারছেন না?
● নিশ্চিতে নিয়ম মেনে বজ্রাসন করুন। যাঁদের স্থূলতার সমস্যা রয়েছে, তাঁদের জন্যও বজ্রাসন বেশ উপকারী একটি উপায় হতে পারে। অনেকে হয়তো জানেন না, এই আসন আমাদের শরীরের হজমশক্তিকে বাড়ায়। তাই দেহ থেকে অতিরিক্ত মেদও সহজে ঝরে যায়।