রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


মহিলারা আউটিংয়ে যেতে খুবই পছন্দ করেন। তাই আজ ‘আমরা একসঙ্গে খাবো বা বেড়াতে যাবো’—এই একটি কথার মাধ্যমেই প্রিয়জনের মুহূর্তেই মন জিতে নিতে পারেন আপনি। প্রেমিকার মান ভাঙাতে শুধু তাঁকে বলুন—’তুমি যখন চাইবে আমি তখনই তোমার পাশে থাকবো’ দেখুন কাজ হয় কি না, এমনই মত বিশেষদের। একবার প্রেমিকা কিংবা স্ত্রীকে বলে দেখতেই পারেন, ‘আজকের চা কিন্তু আমিই তৈরি করব’ দেখুন এই মন্ত্র কেমন ম্যাজিকের মতো কাজ করে। সব সময় প্রেমিকা বা প্রিয়জনের কাজের প্রশংসা করুন। কারণ মেয়েরা সাধারণত তাঁদের পছন্দের পুরুষের কাছ থেকে সম্মান আশা করে। ভুলেও কখনও ভালোবাসার মানুষকে বদলানোর চেষ্টা করবেন না। এতে ভালো হওয়ার পরিবর্তে হিতে বিপরীত হতে পারে। প্রেমিকার হাত ধরে বলতে পারেন, ‘তুমি যেমন আমার তোমাকে তেমনই পছন্দ। আর এই তোমাকেই আমি সারা জীবন ভালোবাসবো’—এই পরামর্শ মনোবিদদের।

Skip to content