স্টাইল ৩
● বিনুনিগুলো সোজাই থাক বা ব্রিজ করা থাক যেভাবে ইচ্ছে পনিটেলের সঙ্গে আটকানোর পর পনিটেলটা গোড়ায় পেঁচিয়ে দিয়ে বানের মত করে দিলে সেটাও খুব আকর্ষণীয় দেখাবে। তিনটে স্টাইলের ক্ষেত্রেই হেয়ার অ্যাকসেসরিজ ব্যবহার করলে খুব স্টাইলিশ দেখাবে। যে দুটো স্টাইলে পনিটেল করা হয়েছে তার গোড়ায় নানান রকম অ্যাকসেসরিজ লাগিয়ে দিলে খুব গর্জাস লাগবে। যেটাতে টপ বান করা হবে তার নিচে অর্থাৎ ঘাড়ের ওপরের অংশে হাফ রাউন্ড যেকোনও ফ্লাওয়ার ব্যান্ড বা স্টোন বা যে কোনও রকম শোফুল ব্যান্ড লাগালে সামনে পেছন দুদিক থেকেই খুব সুন্দর দেখতে লাগবে।
এই ধরনের হেয়ার স্টাইল বাচ্চাদেরও খুব খুশি করবে কারণ তারাও এখন যথেষ্ট ফ্যাশন সচেতন।
ছবি : লেখিকা
লেখিকা শাকম্ভরী বডি অ্যান্ড বিউটি ক্লিনিক-এর প্রধান, যোগাযোগ : ঠিকানা: ২০৩, এপিসি রোড, শ্যামবাজার ফাইভ পয়েন্ট, কলকাতা-৪, মোবাইল: ৯১৬৩৪-১৪৪৪৩, হোয়াটসঅ্যাপ: ৭০০৩৮৯৩৮৮৩