শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


বাচ্চাদের চুল বাঁধতে কিভাবে নতুনত্ব আনা যায় তাই নিয়ে আজকের প্রতিবেদন। ওদের হেয়ার স্টাইলে খুব একটা নতুনত্ব আনা যায় না। প্রথমেই ভাবতে হবে চুল বাঁধতে গিয়ে চুলের কোনওরকম ক্ষতি যেন না হয়। লেখায় হেয়ার স্টাইলের যে ছবি দেওয়া হয়েছে তাকে বলা হয় ‘এ্যাফ্রো হেয়ার স্টাইল’। নিঃসন্দেহে এটা নতুন স্টাইল স্টেটমেন্ট হতে পারে। সম্পূর্ণ নতুন ধরনের এই রকম স্টাইল বাচ্চাদের যথেষ্ট খুশি করবে এবং সকলের মধ্যে তাকে আলাদা দেখাবে। নানান খবরের কাগজ, ম্যাগাজিন, টিভি সিনেমা বিভিন্ন জায়গায় আমরা সকলেই দেখেছি আফ্রিকার মেয়েদের মাথায় খুব সরু সরু বিনুনি করে সেটাকে নানা ভাবে মাথার উপর বেঁধে রাখা হয়। চুল বাঁধার ছবি দেখে শক্ত মনে হলেও আদৌ তা নয়। কীভাবে এই হেয়ার স্টাইল করতে হবে তা জেনে নিন।

স্টাইল-১

ছবিতে যেমন দেখা যাচ্ছে এক দিকের কান থেকে অপর দিকে কান পর্যন্ত চুলটা ভাগ করে নেওয়া হয়েছে। এটা কিছুটা সামনের দিকে এগিয়ে আনলে কোনো অসুবিধে নেই। যেসব বাচ্চার চুল বেশ মোটা তাদের ক্ষেত্রে সামনের অংশটা ছোট করতেই হবে। অর্থাৎ সামনের চুলের ভাগটা ছোট না হলে বিনুনিগুলো খুব বেশি মোটা হয়ে যাবে। দেখতে ভালো লাগবে না। বিনুনি যত সরু সরু হবে, ততো সুন্দর স্টাইল হবে। ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেই ভাবে সামনের চুল সরু সরু করে পর্টিং করে ক্লিপ দিয়ে আটকাতে হবে, যাতে একটার সঙ্গে অন্যটা মিশে না যায়। ভাগ করাকালীন মনে রাখতে হবে, যাতে লাইনগুলো একদম সোজা থাকে। অর্থাৎ একটা ভাগের চুল অন্য ভাগে মিশে যেন না যায়। স্ট্রেট লাইনটাই হেয়ারস্টাইলের প্রধান অংশ। এবার ছবিতে যেভাবে দেখানো আছে সেই ভাবে বিনুনি করে সামনের দিকে অর্থাৎ কপালের দিকে চলে আসতে হবে। তারপর বিনুনিটা একেবারে শেষ পর্যন্ত যতটা চুল আছে ওখানে একটা পিন বা রাবার ব্যান্ড দিয়ে আটকানো হবে। এরপর মাথার মাঝখান থেকে বাকি চুল নিয়ে সেটাকে পেছনে একটু উঁচু করে পনিটেল করতে হবে। এবার সামনের সমস্ত বিনুনিগুলো সমান ভাগে ভাগ করে পনিটেল এর সঙ্গে পিন করে দিলেই হেয়ার স্টাইল সম্পূর্ণ।

স্টাইল ২

প্রথম স্টাইলের বিনুনি গুলো দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে অর্থাৎ বিনুনি গুলো উচু হয়ে রয়েছে। এই বিনুনিগুলো উঁচু না করে একদম চুলের সঙ্গে মিশিয়ে পরপর যে ভাবে সাজানো আছে সেই ভাবে সোজা করে পনিটেলের সঙ্গে খুব সরু সরু কাঁটা দিয়ে আটকে দিতে হবে। বিনুনির শেষ প্রান্তের চুলগুলো খুলে দিয়ে সেইগুলো পনিটেলের সঙ্গে মিলিয়ে দিতে হবে।

স্টাইল ৩

বিনুনিগুলো সোজাই থাক বা ব্রিজ করা থাক যেভাবে ইচ্ছে পনিটেলের সঙ্গে আটকানোর পর পনিটেলটা গোড়ায় পেঁচিয়ে দিয়ে বানের মত করে দিলে সেটাও খুব আকর্ষণীয় দেখাবে। তিনটে স্টাইলের ক্ষেত্রেই হেয়ার অ্যাকসেসরিজ ব্যবহার করলে খুব স্টাইলিশ দেখাবে। যে দুটো স্টাইলে পনিটেল করা হয়েছে তার গোড়ায় নানান রকম অ্যাকসেসরিজ লাগিয়ে দিলে খুব গর্জাস লাগবে। যেটাতে টপ বান করা হবে তার নিচে অর্থাৎ ঘাড়ের ওপরের অংশে হাফ রাউন্ড যেকোনও ফ্লাওয়ার ব্যান্ড বা স্টোন বা যে কোনও রকম শোফুল ব্যান্ড লাগালে সামনে পেছন দুদিক থেকেই খুব সুন্দর দেখতে লাগবে।
এই ধরনের হেয়ার স্টাইল বাচ্চাদেরও খুব খুশি করবে কারণ তারাও এখন যথেষ্ট ফ্যাশন সচেতন।

ছবি : লেখিকা

লেখিকা শাকম্ভরী বডি অ্যান্ড বিউটি ক্লিনিক-এর প্রধান, যোগাযোগ : ঠিকানা: ২০৩, এপিসি রোড, শ্যামবাজার ফাইভ পয়েন্ট, কলকাতা-৪, মোবাইল: ৯১৬৩৪-১৪৪৪৩, হোয়াটসঅ্যাপ: ৭০০৩৮৯৩৮৮৩


Skip to content