রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

বাগান তৈরি মানেই কি শুধু গাছ বসানো ও তার পরিচর্যা করা! তা নয়, এর সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে বাগানকে যাতে সুন্দর দেখতে লাগে তার দিকেও। সৌন্দর্য বৃদ্ধিতে কী কী করলে বাগান আরও আকর্ষণীয় হয়ে উঠবে তারই হদিশ মিলবে এই প্রতিবেদনে।

মাথায় রাখুন
আপনার বাগানে নিশ্চয়ই রকমারি গাছ আছে। কিন্তু বাগানকে আরও সুন্দর করতে আপনি রঙ্গোলির মতো করে ডিজাইন করুন। সেই ডিজাইনের ওপর আপনি রাখতে পারেন বিভিন্ন নুড়ি পাথর। পাথরগুলি যদি রঙিন হয় আরও সুন্দর দেখাবে। নানান গাছের মাঝখানে ফাঁকা জায়গায় আলপনায় ভরিয়ে দিলে বাগান হবে দর্শনীয়।
এছাড়াও বিভিন্ন রঙিন পাথর বাগানের চারিদিকে রাখুন। যদি রঙিন পাথর জোগাড় করতে না পারেন তাহলে আপনি পাথরটিকে রঙ করেও দিতে পারেন।তবে এক্ষেত্রে রং যেন ধুয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখুন।
বাগানে গাছ বসাতে গেলে টবের ব্যবহার তো করেনই। এক্ষেত্রে আপনারা পরিত্যক্ত টায়ার বা টিনও ব্যবহার করতে পারেন গাছ বসানোর জন্য। তবে সেগুলিতে গাছ বসানোর আগে অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রং করে নেবেন।
বাগানের মনোরম পরিবেশে আপনার কিছুক্ষণ বসে থাকতেও ইচ্ছা করবে। তাই বাগানের মধ্যে রাখুন বসার জায়গা। আসবাবপত্র যদি ব্যবহার না করতে চান তাহলে পাথরের স্ল্যাব ব্যাবহার করতে পারেন।
উদ্যানে যদি পাখিরা না আসে তাহলে ভালো লাগে না। তাই আপনি বাজার থেকে কিনে নিয়ে আসুন পাখির ঘর। আপনি চাইলে কাঠ কেটে নিজেও পাখির ঘর বানিয়ে ফেলতে পারেন। নানান পাখির আগমনে বৃদ্ধি পাবে আপনার বাগানের সৌন্দর্য।
পর্যাপ্ত জায়গা থাকলে ফোয়ারার ব্যবস্থা করতে পারেন। এক্ষেত্রে সেরামিকের পাত্র বসালে ভালো হয়। তাতে রাখতে পারেন জলজ কিছু ফুলের গাছ, যেমন লিলি।
বাড়ির পুরোনো মই ফেলে না দিয়ে তাতে রং করে প্রত্যেকটি স্টেপে আপনি টিন বা টব সহযোগে ঝুলিয়ে দিতে পারেন রঙিন গাছ। এতে বাড়বে সৌন্দর্য।
একসারির গাছ পরপর না বসিয়ে মাঝে মাঝে বসান বিভিন্ন রঙিন গাছ। এতে বাগান হবে আরও অনেক বেশি চমকপ্রদ।

Skip to content