মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

অনেকেরই এত ঘাম হয় যে জামায় বিশ্রী দাগ পড়ে যায়। বিশেষ করে যাঁরা অফিসে হালকা রঙের জামা পরে যেতে পছন্দ করেন, তাঁদের জামায় ঘামের ছোপ ছোপ দাগ খুব তাড়াতাড়ি পড়ে যায়। অনেক সময়ই সাধারণ ডিটারজেন্টেও এই দাগ উঠতে চায় না। তবে ঘরোয়া টোটকায় এই দাগ খুব সহজেই তোলা সম্ভব। জেনে নিন সেই সব সহজ উপায়।
প্রথমে পোশাকটিকে ভালো করে জলে ভিজিয়ে রাখুন। এরপর জল থেকে তুলে দাগের উপর লেবুর রস লাগিয়ে হালকা হাতে একটু ঘষে নিন। দেখবেন দাগ খুব সহজেই উঠে যাবে।

আবার খাবার সোডার সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এর সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে নিন। এবার সেই পেস্টটি দাগের উপর মাখিয়ে রাখুন ঘণ্টা খানেক। হালকা হাতে একটু ঘষে নিন। এরপর ডিটারজেন্ট মেশানো জলে ধুয়ে নিন।
আরও পড়ুন:

অযোধ্যা: প্রাচীন ভারতীয় ধর্ম-সংস্কৃতি সমন্বয়ের প্রাণকেন্দ্র/১

পর্ব-৩৮: মেয়ের জন্য হেমন্তবালা কবির পরা জোব্বা নিয়েছিলেন

দুটি অ্যাসপ্রিন ওষুধ গুঁড়ো করে, অল্প গরম জলে গুলে নিন। পোশাক ধোয়ার ঘণ্টা দুয়েক আগে দাগের উপর মাখিয়ে রেখে হালকা হাতে ঘষে নিন জায়গাটি। দেখবেন দাগ উঠে যাবে সহজেই।

গরমজলে কিছু পরিমাণ নুন মিশিয়ে নিন। সেই জলে পোশাকটি ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর জল থেকে তুলে দাগের জায়গাটা ভাল করে ঘষে নিয়ে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন।

সমান অনুপাতে হাইড্রোজেন পারক্সাইড ও জল মিশিয়ে নিন। সেই মিশ্রণে দাগ লাগা জায়গাটি আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। আধ ঘণ্টা পর ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

Skip to content