শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী। সংগৃহীত।

আপনার পরিবারের সদস্যসংখ্যা কত, বাড়িতে কতটা রান্না নিয়মিত করতে হয় বা কখনও বেশ কয়েকদিন ধরে বাড়িতে অনুষ্ঠান হয়েছে এমন অনেক কিছুর ওপরই নির্ভর করে একটা গ্যাস কতদিন চলবে। কিন্তু যতই ধারণা থাকুক না কেন সময়ে অসময়ে হিসেবের গণ্ডগোল হয়েই যায়। এই ধরুন কোনও একটা রান্না বসিয়েছেন ওভেনে তখনই মাঝপথে যদি সিলিন্ডার বাবাজি হাত তুলে দেয় তখন পড়তে হয় বিপদে। নতুন গ্যাস লাগানোর কয়েকদিন পরই যেন মনে হয় এই বুঝি গ্যাস শেষ হয়ে গেল এই বুঝি গ্যাস শেষ হয়ে গেল। যদিও আমরা অনেকে সিলিন্ডার ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করে থাকি কতটা গ্যাস আছে সেভাবে কিন্তু গ্যাসের সঠিক পরিমাণ বোঝা যায় না। তবে সঠিকভাবে জেনে নিন কতটা গ্যাস পড়ে আছে সিলিন্ডারে।
প্রথমে একটি কাপড় ভালো করে ভিজিয়ে নিংড়ে নিতে হবে। ভিজে কাপড়টি দিয়ে ভালো করে সিলিন্ডার মুছে নেবেন যাতে সিলিন্ডারের গায়ে কোনও রকম ধুলোর আবরণ না থাকে৷

মোছা শেষ হয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে সিলিন্ডার শুকোতে শুরু করেছে।

২-৩ মিনিট পরে দেখবেন সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়েছে আর বাকি কিছুটা অংশ ভিজে আছে। ওই ভেজা অংশটি শুকোতে সময় লাগছে বেশি।
আরও পড়ুন:

৩০ পেরিয়েছেন? কী কী খাবার রোজদিন খেলে চেহারায় বয়সের ছাপ পড়বে না?

ঠোঁটে ঠোঁট রাখলেন ধর্মেন্দ্র-শাবানা, অনুভূতি কেমন? সোজাসাপটা উত্তর রণবীর-আলিয়ার ছবির অভিনেতার

এবার বুঝতে হবে যতটা অংশ ভিজে থাকছে সেই অংশে গ্যাস রয়েছে। কারণ সিলিন্ডারের তরল গ্যাসের তাপমাত্রা খালি জায়গার তুলনায় কম হয়। ফলে গ্যাস থাকা জায়গাটা শুকোতে বেশি সময় নেয়।

তাহলে এই নিয়ে আর দুশ্চিন্তা করার দরকার নেই। আপনার রোজকার হিসেবের বাইরে যদি গ্যাস খরচা হয়ে থাকে তাহলে এই পদ্ধতির মাধ্যমে হবে মুশকিল আসান।

Skip to content