ছবি প্রতীকী
বেড়াতে গেলে কিংবা অফিসের কাজের প্রয়োজনে অনেককেই হোটেলে থাকতে হয়। শুধু হোটেল নয়, এখন অনেকে পছন্দমতো ব্যক্তিগত মালিকানাধীন বাড়িও বেড়ানোর ক’দিনের জন্য ভাড়া হিসাবে নিয়ে নেন। অনলাইনে এই ধরনের বাড়ি ভাড়া পাওয়া যায়। কিন্তু এই হোটেলের ঘরে বা ব্যক্তিগত মালিকানাধীন বাড়িতে ক্যামেরা লুকনো নেই তো। আপনি নিশিত ভাবে জানেন তো?
অনেক সময়ে হোটেলের ঘরে অসাধু উদ্দেশ্য পূরণের জন্য গোপনে ক্যামেরা বসানো থাকে। আর ব্যক্তিগত মালিকানাধীন বাড়ির ক্ষেত্রে নিরাপত্তার কারণেই মালিকরা ক্যামেরা বসিয়ে রাখেন। কিন্তু হোটেলের ঘর কিংবা অন্যের বাড়িতে লুকনো সেই ক্যামেরা আপনার ব্যক্তিগত সব মুহূর্ত রেকর্ড করে নিচ্ছে। ফলে আগে থেকে আপনাকে সাবধান হতে হবে।
কিন্তু ঘরে ক্যামেরা লুকনো আছে কি না, তা টের পাবেন কী করে? এক্ষেত্রে মুশকিল হাসান হতে পারে স্মার্টফোন। কী ভাবে তা সম্ভব?
কিন্তু ঘরে ক্যামেরা লুকনো আছে কি না, তা টের পাবেন কী করে? এক্ষেত্রে মুশকিল হাসান হতে পারে স্মার্টফোন। কী ভাবে তা সম্ভব?
আরও পড়ুন:
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪০: শুধু খাল-বিল ঝিল নয়নজুলিতে মৌরালা মাছ করে প্রায় ২০ লক্ষ শিশুর অনুপুষ্টির ঘাটতি মেটানো সম্ভব
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৩: বিমানবন্দর থেকে বেরিয়েই উইসকনসিনের সঙ্গে পার্থক্যটা টের পেলাম, মুহূর্তে ঠোঁট, গাল জমে যেতে লাগল
আরও পড়ুন: