আমাদের প্রত্যেকের কাছেই আয়না খুবই সাধের। অনেক সময় ধুলোর আস্তরণে এতটাই ঝাপসা হয়ে যায় যে নিজের মুখ দেখাই দুর্বিষহ হয়ে ওঠে। কিন্তু কয়েকটি সহজ উপায় অবলম্বন করলেই বেশি পরিশ্রম না করেও আয়নাকে পরিষ্কার রাখা যায়।
ভিনিগার
● বাঙালির রান্নাঘরে খুব সহজ প্রাপ্ত হল ভিনিগার। আয়নার কাচে একটু ভিনিগার লাগিয়ে দিন। তারপর পুরনো কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন একেবারে ঝকঝকে হয়ে গিয়েছে।
শেভিং ক্রিম
● শেভিং ক্রিম আয়না পরিষ্কারে খুব কার্যকরী। শেভিং ফোম বা ক্রিম আয়নায় লাগিয়ে দিন। তারপর নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।
পাতিলেবু
● পাতিলেবু আয়না পরিষ্কারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। একটি পাত্রে তিন ভাগ লেবুর রস এবং এক ভাগ জল মিশিয়ে নিন। তারপর আয়নায় ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ পর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।
টোনার
● আমাদের প্রত্যেকের ঘরেই টোনার পাওয়া সহজসাধ্য একটি ব্যাপার। প্রয়োজন মতো টোনার নিয়ে ভালো করে আয়নায় মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন। তারপর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন একেবারে নতুনের মতো দেখতে লাগবে আয়না।
ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।