ছবি প্রতীকী
আপনি হাজারো কজের চাপের মধ্যেও প্রতিদিন অনেকক্ষণ ধরে রান্নাঘর পরিষ্কার করেন। সাবান জল দিয়ে সব মোছেন। কিন্তু ঠিক যেন মনের মতো দেখায় না আপনার সাধের হেঁশেলটি। মনটা খুত খুঁত করতে থাকে সর্বক্ষণ। সিঙ্কের গায়ের দাগ যেন উঠতেই চায় না যে!
এমন তো হয়েই থাকে। তবে তার জন্য মন খারাপ করার প্রয়োজন নেই। বাইরে থেকে লোক ডেকে আনারও কোনও প্রয়োজন নেই। এমনকি, বিশেষ কোনও জিনিস কিনতেও হবে না আপনাকে। হাতের কাছের সাধারণ কিছু জিনিস দিয়েই নতুনের মতো করে ফেলতে পারবেন আপনার সাধের স্টিলের সিঙ্ককে।
এমন তো হয়েই থাকে। তবে তার জন্য মন খারাপ করার প্রয়োজন নেই। বাইরে থেকে লোক ডেকে আনারও কোনও প্রয়োজন নেই। এমনকি, বিশেষ কোনও জিনিস কিনতেও হবে না আপনাকে। হাতের কাছের সাধারণ কিছু জিনিস দিয়েই নতুনের মতো করে ফেলতে পারবেন আপনার সাধের স্টিলের সিঙ্ককে।
কী কী লাগবে স্টিলের সিঙ্ক পরিষ্কার করতে?
আরও পড়ুন:
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৬: কানে খোল, তেল দেন?
শিশুর প্রতিরোধশক্তি কী ভাবে বাড়বেন চিন্তা করছেন? তাহলে ছোট থেকেই এই কয়েকটি বিষয়ে গুরুত্ব দিন
কীভাবে পরিষ্কার করবেন নিজের রান্নাঘরের সিঙ্ক?
প্রথমে সিঙ্ক থেকে সব বাসন সরিয়ে নিন। তার পর গরম জল দিয়ে জায়গাটি ভালো ভাবে ধুয়ে নিন। এ বার গোটা সিঙ্কে বেকিং সোডা ছড়িয়ে কাপড়ের টুকরোর মধ্যে তিন ফোঁটা বাসন মাজার সাবান দিয়ে ভালো ভাবে সিঙ্কটি ঘষতে থাকুন। যে সব জায়গায় জলের দাগ বেশি, সেখানে একটু বেশি জোর দিয়ে ঘষুন। তার পর আবার গরম জল দিয়ে সিঙ্ক ধুয়ে ফেলুন।
আরও পড়ুন:
স্বাদে-গন্ধে: রোজকার খাবার একঘেয়ে হয়ে গিয়েছে? বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু পালং পনির
দশভুজা: তিনিই সারস্বত সাধনার প্রতিরূপা সত্যিকারের দশভুজা
এরপরেও কয়েকটি জায়গায় দেখা যাবে গাঢ় দাগ থেকে যাচ্ছে। অর্ধেক পাতিলেবু সে সব দাগের উপর ভালো ভাবে ঘষুন। তারপর একটি কাপড়ের টুকরো ভিনিগারে ভিজিয়ে নিয়ে সেই কাপড়টি দিয়ে লেবুর রস লাগানো জায়গাগুলি মুছে নিন। সব দাগ উধাও হয়ে যাবে। আর এক বার ভালো ভাবে জল দিয়ে সিঙ্ক ধুয়ে ফেলুন। এরপর সেটি শুকিয়ে গেলে একটি কাপড়ে নারকেল তেল নিয়ে গোটা সিঙ্ক এক বার ভালো করে মুছে নিন। দেখবেন একেবারে নতুনের মতো চকচক করবে আপনার ব্যবহৃত সিঙ্ক।