রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী। সংগৃহীত।

আট থেকে আশি প্রায় সব মহিলারাই মেকআপ করতে পছন্দ করেন। কিন্তু সারাদিন কাজের পর বাড়ি ফিরে সেই মেকআপ ভালো করে পরিষ্কার করার ধৈর্য সবসময় আমাদের থাকে না। সাধারণত সহজে মেকআপ তোলার জন্য আমরা বাজারচলতি কিছু রিমুভার ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যা হল, সকলের ত্বক সমান ভাবে সবকিছু সহ্য করতে পারে না। তাই কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে মেকআপ তোলার কয়েকটি সহজ উপায় আপনাদের জন্য রইল—
 

বেকিং সোডা ও মধু

সকলের বাড়িতেই কম-বেশি মধু ও বেকিং সোডা থেকে থাকে। বেকিং সোডা ও মধুর মিশ্রণ যেকোনও ত্বকের মেকআপ তুলে দিতে সক্ষম। এক চামচ মধুর সঙ্গে সামান্য বেকিং সোডা ভালো করে মিশিয়ে সেই মিশ্রণটিকে মুখের মধ্যে ৫-১০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। তারপর সেটিকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। তাহলে আপনার মেকআপ সহজেই উঠে যাবে।

আরও পড়ুন:

শীতকালে খারাপ কোলেস্টেরল বৃদ্ধির হার বেড়ে যায়, সুস্থ থাকতে কী কী নিয়ম মেনে চলবেন?

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৮৪: এখনই উদ্যোগ না নিলে ক্রমশ হারিয়ে যাবে কম ফ্যাট ও প্রোটিনে ভরপুর কালবোস মাছ

 

নারকেল তেল বা অলিভ অয়েল

যেকোনও গাঢ় মেকআপ বা ওয়াটারপ্রুফ মেকআপ তুলতে আপনার প্রধান ভরসা তেলই হতে পারে। আপনার ত্বক সহ্য করতে পারবে এইরকম যেকোনও তেলের সঙ্গে একটু জল মিশিয়ে ভালো করে মুখে ম্যাসাজ করুন। তারপর কিছুক্ষণ সেটিকে রেখে দিয়ে, উষ্ণ গরম জলের মধ্যে একটি নরম তোয়ালে ডুবিয়ে মুখটি ভালো করে মুছে ফেলুন, তাতে আপনার মেকআপ ও তেল একসঙ্গে সহজেই উঠে যাবে।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর

রিভিউ: ক্রাইম থ্রিলারে সাজানো সামাজিক পচনের গল্প, ‘দহাড়’-এ দাপটের সঙ্গে গর্জন সোনাক্ষীর

 

টক দই

প্রথমে কিছুটা টক দই নিয়ে নিন। তারপর সেটির জল ছেঁকে নিয়ে তার মধ্যে সামান্য অলিভ অয়েল নিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণটি মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। তাহলে আপনার মেকআপ উঠে যাবে।
 

টম্যাটো

পাকা টম্যাটো রসের সঙ্গে অল্প পরিমাণ টেলে নেওয়া সুজি ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রণটিকে মুখে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিলেই মেকআপ উঠে যাবে।


Skip to content