দিনে অনন্ত দু’ লিটার জলপান করতে হবে? ছবি: সংগৃহীত।
নিয়মিত ২ থেকে ৩ লিটার জলপানে কী কী উপকারিতা?
দেহ দূর হয় দূষিত পদার্থ
আমাদের দেহে জমতে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে জল। নিয়মিত সঠিক পরিমাণে জলপান না করলে পায়খানাও পরিষ্কার হয় না। এর জেরে কমতে থাকে ঘাম এবং মূত্রের পরিমাণও। আবার দেহের অন্যতম অঙ্গ কিডনির কাজ স্বাভাবিক রাখতে গেলেও পর্যাপ্ত পরিমাণ জলপান করতে হবে।
এই দেশ এই মাটি, পর্ব-৩৭: সুন্দরবনের নদীবাঁধের ভবিতব্য
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৫০: কুষ্টি বিচার, না কি রক্ত বিচার! জরুরি কোনটা?
স্বাভাবিক রাখে রক্তচাপ
আমাদের দেহে রক্ত প্রবাহে গতি ঠিক রাখতে সাহায্য করে জল। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট পরিমাণে জল খেতে হবে। আমাদের দেহকে হাইড্রেটেড রাখতে রোজ অন্তত ২ লিটার জলপান করা দরকার।
শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে
জল আমাদের শরীরের নিজস্ব তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। বেশি জল খেলে ঘাম বেশি হয়। আবার ঘামলে আমাদের দেহ ঠান্ডা থাকবে। মনে রাখতে হবে, আবহাওয়ার তাপমাত্রার পারদ কখনও বেড়ে গেলে দেহ থেকে নির্গত ঘাম আমাদের শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩৫: মা সারদার ভ্রাতৃবিয়োগ
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮১: কবির ‘গানের ভাণ্ডারী’ দিনেন্দ্রনাথ বৈষয়িক-কারণে শান্তিনিকেতন ত্যাগ করেছিলেন
অস্থিসন্ধির কার্যক্ষমতা ঠিক রাখে
দেহে থাকা অস্থিসন্ধি এবং তরুণাস্থির কার্যকারিতা স্বাভাবিক রাখতে জল সাহায্য করে। শরীরের বিভিন্ন স্থানে থাকা অস্থিসন্ধিকে নমনীয় রাখতে জল গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
খাবার হজমে ভূমিকা নেয়
হজমের সমস্যায় জলপান গুরুত্বপূর্ণ। কারণ, খাবার খাওয়ার পর সঠিক পরিমাণে জলপান না করলে হজমে গোলমাল হয়। জল খাবার পরিপাকে সাহায্য করে। সেই সঙ্গে খাবারকে খাদ্যনালি থেকে পাকস্থলী পর্যন্ত নিয়ে যেতেও জল সাহায্য করে।