প্রিয়াঙ্কার অষ্টমীর সাজ এ রকম চাই।
যাই হোক, দুর্গাপূজা এলে সব ব্যস্ততার শেষে যখন আমরা নিজের দিকে তাকাই, তখন মনে হয় যদি একটা বিশেষ ম্যাজিক সাজবক্সে থাকত কী ভালোই না হতো। সেই ম্যাজিক দিয়ে মুহূর্তে ঝকঝকে হয়ে যেতে পারতাম।
মূলত নেট মাধ্যমের দৌলতে কমবেশি ৯০ ভাগ মানুষের ভিতর এমন একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে, প্রচারিত ফেসওয়াশ ব্যবহার করলে সাত দিনেই নাকি ‘ট্যান রিমুভ’ হয়ে ঝকঝকে ত্বক পাওয়া যেতে পারে। বাস্তবে এটা জানা দরকার রূপচর্চার ‘টেকনিক অ্যান্ড টেকনোলজি’ সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক। এটা কোনও ঝাড়ফুঁক নয়। যাইহোক, চেষ্টা করছি টুকটাক কিছু রূপটান নিয়ে আলোচনা করার, যেগুলি ম্যাজিক না হলেও পুজোয় বেশ কিছুটা চমকপ্রদ ফল দেবে।
তৈলাক্ত ত্বক
শুষ্ক ত্বক, স্যাগিং, রিংকেলস, ফাইন লাইনস রিপেয়ার
সাজকাহন: হেয়ার স্টাইল ‘ব্যাক ফ্রেঞ্চ ব্রেইড উইথ টপ নট’
যোগা-প্রাণায়াম: চল্লিশেই বলিরেখা? তিনটি আসনেই হবে বাজিমাত
সন্ধের পর
মডেল: প্রিয়াঙ্কা গঙ্গোপাধ্যায় হালদার
লেখিকা শাকম্ভরী বডি অ্যান্ড বিউটি ক্লিনিক-এর প্রধান, যোগাযোগ : ঠিকানা: ২০৩, এপিসি রোড, শ্যামবাজার ফাইভ পয়েন্ট, কলকাতা-৪, মোবাইল: ৯১৬৩৪-১৪৪৪৩, হোয়াটসঅ্যাপ: ৭০০৩৮৯৩৮৮৩
ছবি: সায়ন নন্দী