
ছবি: প্রতীকী। সংগৃহীত।
ধীরে ধীরে পারদপতন হচ্ছে। আবহাওয়ার এই পরিবরতনের জন্য ত্বকে টান ধরতে শুরু করেছে। যাঁরা শুষ্ক ত্বক বা ড্রাই স্কিনের ভুগছেন তাঁদের ত্বকের টান ধরা ভাব একটু বেশি হয়। তবে এই সময় আট থেকে আশি সবারই কমবেশি ত্বকের সমস্যা হয়। কারণ, ঋতুবদলের সঙ্গে সঙ্গে ত্বক আর্দ্রতা কমতে শুরু করে। সেই সঙ্গে ত্বক ধীরে ধীরে জেল্লাও হারায়। পড়তে শুরু করে বলিরেখাও।
ত্বকের সমস্যা শুরু হয়েছে কীভাবে বুঝবেন?
আরও পড়ুন:

রিভিউ: তাজ, সিজন-২: কেন্দ্রীয় চরিত্রে নজর কেড়েছে সৌরসেনীর অভিনয়

অন্নপূর্ণা বেস ক্যাম্পের পথে, পর্ব-২: দু’ চোখ ভরে স্বপ্ন পূরণের আনন্দাশ্রু, অদূরেই যে অন্নপূর্ণা বেস ক্যাম্প!
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব ৪৭: শীতকালে দই খেতে নেই?
