মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

বাড়ির কাজ শেষ করতে করতে অনেকেরই বেলা হয়ে যায়। ফলে স্নান করতে করতে দুপুর গড়িয়ে যায়। যার কারণে চুলও শুকোয় না ঠিক করে। আর অনেকে ওইরকম চুল ভেজা অবস্থাতেই বিছানায় শুয়ে পড়েন। বেশিরভাগ মহিলাকেই এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক মহিলাই আছেন যাঁরা প্রতিদিন চুল ভেজান কিন্তু চুল ঠিকমতো শুকানোর আগেই বেঁধে ফেলেন। কিংবা গ্রীষ্মকালে অনেকসময় রাতেও অনেকে স্নান করেন। হাতের কাছে রয়েছে হেয়ার ড্রায়ার কিন্তু চুল শুকানোর সময় হয়ে ওঠে না। এর ফলে চুলের কোনও ক্ষতি হচ্ছে কি না, কিংবা এই ভেজা চুলে শুয়ে পড়ায় আপনার স্বাস্থ্যের কোনও ক্ষতি হচ্ছে কি না তার খবর কি কেউ রেখেছেন? ভেজা চুলে শুয়ে পড়ে আপনি নিজের কী কী ক্ষতি করছেন, জেনে নিন।
 

চুলে জট পড়া

সবসময় চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পরেও যদি দেখেন যে আপনার চুলে জট পড়ছে তাহলে বুঝবেন চুল ভিজে থাকার কারণেই এরকম হচ্ছে। দীর্ঘক্ষণ চুল ভিজে থাকলে জট পড়তে পারে। চুল ভেজা অবস্থায় শুয়ে পড়লে চুল শুকোয় না। আর সেই কারণেই চুলে জট পড়ে এবং চুল ঝরে পড়ে।

আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৯৮: মাছচাষে সার প্রয়োগের ক্ষেত্রে খুবই সতর্কতা প্রয়োজন

মহাকাব্যের কথকতা, পর্ব-৫৭: সাধারণের প্রতি পাণ্ডবদের কৃতজ্ঞতার প্রকাশ কোন মহাভারতীয় শিক্ষা?

 

চুলে দুর্গন্ধ বেরোনো

চুল সবসময় ভিজে থাকলে দুর্গন্ধ বেরোবেই। আর তাছাড়া, ভিজে চুলে ঘুমোলে দুর্গন্ধ বেরোনোটা স্বাভাবিক। কারণ, ঘুমানোর সময় চুলের ত্বক ঘেমে যায়। আর তার উপর যদি চুল ভিজে থাকে তাহলে জল আর ঘাম মিশে গিয়ে স্বাভাবিকভাবেই দুর্গন্ধ বেরোবে। পরে যদি চুল শুকিয়েও যায় তাহলেও দুর্গন্ধ বেরোতে থাকে। চুল ভালো করে না শুকোলেই দুর্গন্ধ বেরোবে। প্রতিদিন চুল যতই পরিষ্কার করুন না কেন, চুল ঠিকমতো না শুকোলে চুল নষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৮: মোহিতকুমারী এক মহিলা আত্মজীবনীকার

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪০: মা সারদার নিজবাটি

 

চুল রুক্ষ হয়ে যাওয়া

চুল রুক্ষ হয়ে যাওয়ার জন্য অনেকেই শ্যাম্পুর দোষ দেন। যার কারণে অনেকেই দামি ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন। কিন্তু চুল রুক্ষ হওয়ার আসল কারণ হল দীর্ঘক্ষণ চুল ভিজে থাকা। আর সেই ভেজা চুল নিয়ে বালিশে মাথা রাখলে বালিশে অনবরত চুল ঘষা লাগে। যার জেরে চুল তার স্বাভাবিক কোমলতা হারিয়ে রুক্ষ হয়ে যায়। তাই চুল যদি নমনীয় ও কোমল রাখতে চান, তাহলে ভেজা চুলে শুয়ে পড়ার অভ্যাসটা বদলান।

আরও পড়ুন:

রোগা হতে স্যালাড খাচ্ছেন? ডায়েটে রসুন ও কাবলি ছোলা আছে তো?

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় জেরবার? কোন যোগাসনে সহজে মিটবে সমস্যা?

 

চুলে খুশকির সমস্যা হওয়া

চুল ভিজে থাকলে খুশকির সমস্যাও দেখা দেয়। দীর্ঘ সময় ভেজা চুলে শুয়ে থাকলে মাথার ত্বক ভিজে ও স্যাঁতসেঁতে থাকে। আর তা থেকে ছত্রাক সংক্রমণের আশঙ্কা তৈরি হয়। শুধু তাই নয়, খুশকির সমস্যাও বেড়ে যায়। আর মাথাভর্তি খুশকি হলে প্রতিদিনই চুল পরিষ্কার করতে হয়। তবে তাতে সমস্যার সমাধান হয় না। তাই আপনাকে যাতে খুশকির সমস্যায় ভুগতে না হয়, সেই জন্য আগে থেকেই সতর্ক হোন। ভিজে চুল শুকিয়ে নিন তাড়াতাড়ি।


Skip to content