শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

দীর্ঘদিন বাড়ি পরিষ্কার না করলে কিংবা বাড়ির কোনও অংশ ব্যবহার না করলে সেখানে আশ্রয় নেয় আরশোলা, মাকড়সার মতো পোকামাকড়। আবার অনেক সময় ঘরবাড়ি পরিষ্কার করা সত্ত্বেও মাকড়সার জালের হাত থেকে রেহাই মেলে না। তাই শুধু পরিষ্কার করলেই হবে না প্রতিদিন ঘরবাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি মাকড়সাকে চিরতরে বিদায় জানানোর ব্যবস্থাটাও করা দরকার। কিন্তু কীভাবে মাকড়সার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব? এবার এই সমস্যার সমাধান করুন সহজেই। মাত্র সাতটা উপায়ে ঘর থেকে মাকড়সা দূর করুন।
মাকড়সার উৎপাতে নাজেহাল হওয়ার হাত থেকে বাঁচতে এই ঘরোয়া পদ্ধতিগুলি খুবই কাজে লাগবে।

১. জাল বুনতে শুরু করলেই উৎখাত করুন মাকড়সাকে
বাড়ির যেকোনও কোনায় যদি দেখেন মাকড়সা সবেমাত্র জাল বুনতে শুরু করেছে, তাহলে সাত পাঁচ না ভেবে উৎখাত করুন জালসমেত মাকড়সাটিকে। তাই সবসময় চোখ-কান খোলা রাখুন। মাকড়সার জাল নজরে এলেই সেটাকে সরিয়ে দিন। এই বিষয়ে মাকড়সাকে কখনওই বেশি সময় দেওয়া যাবে না।

ঘরের দেওয়াল পরিষ্কার রাখতে হবে
ঘরের দেওয়াল সবসময় পরিষ্কার রাখুন। প্রতিদিন একবার করে ঝাড়ুন ঘরের দেওয়াল। কারণ, দেওয়াল অপরিষ্কার থাকলেই মাকড়সার জাল বুনতে সুবিধা হয়। তাই ঘরে মাকড়সার আনাগোনা বন্ধ করতে হলে দেওয়াল ঝাড়ুন প্রতিদিন।

জল আর পাতিলেবুর স্প্রে
জল আর পাতিলেবু মিশিয়ে স্প্রে তৈরি করুন। এরপর সেই পাতিলেবু মেশানো জল স্প্রেয়ার বোতলে ভরে মাকড়সার জালে স্প্রে করুন। তাহলেই দেখবেন ঘরের ওই জায়গা থেকে পাততাড়ি গুটিয়েছে মাকড়সা।

হলুদ মেশানো জল স্প্রে
জলের সঙ্গে হলুদগুঁড়ো মিশিয়ে চটপট বানিয়ে ফেলুন ঘরোয়া স্প্রে। তারপর দেওয়ালের কোনায় কোনায় হলুদ মেশানো জল স্প্রে করে দিন। সপ্তাহে অন্তত একবার এইভাবে হলুদ জল স্প্রে করলেই যথেষ্ট। তাহলেই মাকড়সার হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব হবে।

ভিনিগার আর জলের মিশ্রণ
প্রথমে এক কাপ সাদা ভিনিগার আর এক কাপ জল ভালো করে মেশাতে হবে। তারপর সেই মিশ্রণটি ঘরের আনাচেকানাচে স্প্রে করে দিন। বিশেষ করে যেখানে মাকড়সাদের বেশি রাজত্ব, সেখানে এই ভিনিগার ও জলে মিশ্রণটি স্প্রে করে দিন। তারপর দেখবেন মাকড়সা থেকে আপনি কত সহজে মুক্তি পেয়ে যাচ্ছেন। ভিনিগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক এসিড। মাকড়সা যদি এর গন্ধ একবার পায়, তাহলে আপনার ত্রিসীমানায় আর তাকে দেখতে পাবেন না৷

দেওয়ালে রং করা জরুরি
বছরে অন্তত একবার করে বাড়িঘরের দেওয়ার রং করুন। মনে রাখবেন, পুরনো অপরিষ্কার বাড়িই এখন মাকড়সার আঁতুড়ঘর। আর বাড়িঘর নতুন রং করলে সেই নতুন রং করা দেওয়ালে মাকড়সা সহজে বাসা বাঁধতে পারে না।

বৃষ্টিতে আপনার দেওয়াল কি ভিজছে?
আপনার দেওয়াল কি বৃষ্টির কারণে একটু বেশিই ভিজছে? তাহলে অবশ্যই রাজমিস্ত্রির পরামর্শ নিন। কারণ ভেজা দেওয়ালেও অনেক সময় মাকড়সা বাসা বাঁধে। এক্ষেত্রে দেখতে হবে দেওয়াল ভিজে রয়েছে কি না। যদি ভিজে থাকে তাহলে অবশ্যই রাজমিস্ত্রির পরামর্শ নিন।
এই ধরনের কয়েকটি ঘরোয়া পদ্ধতিতেই বাড়ির ভিতর থেকে মাকড়সা চিরতরে বিদায় নেয়। তাই হলুদ জল স্প্রে, পাতিলেবু জল স্প্রে, ভিনিগার ও জলের মিশ্রণ দিয়ে সহজেই মাকড়সাকে উৎখাত করা সম্ভব।


Skip to content