রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

কমবেশি সকলের বাড়িতেই ইঁদুরের উৎপাত থাকেই। বাড়ি যতই পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখুন’ কোনও না কোনও সময় ইঁদুরের সমস্যা হতেই পারে। বিশেষ করে বাড়ির আশপাশে যদি কোনও নালা বা খাল থাকে। একবার যদি বাড়িতে ইঁদুরের অবাধ প্রবেশ ঘটতে থাকে তবে বইপত্র, জামাকাপড়, মূল্যবান জিনিস, যে কোনও রকম তার থেকে শুরু করে সবকিছুই তছনছ করে ছাড়ে। সবথেকে বড় কথা হল ইঁদুর কিন্তু বেশ কয়েকটি রোগের জীবাণু বহন করে বেড়ায়। তাই বাড়িতে ইঁদুর হওয়া মানে এক ধরনের আতঙ্ক। বারবার কীটনাশক বা পেস্ট কন্ট্রোল করানোও স্বাস্থ্যের পক্ষে ঠিক নয় আবার তা খরচসাপেক্ষ। তাই কোনওরকম সাইড এফেক্ট ছাড়া ঘরোয়া উপায়ে ইঁদুরের হাত থেকে মুক্তির উপায় জেনে নিন।

পুদিনা পাতা বা পুদিনার তেল ইঁদুর পুদিনার গন্ধ সহ্য করতে পারে না। কিছু তুলো পুদিনা তেলের মধ্যে ডুবিয়ে রেখে তার ছোট ছোট বল করে বাড়ির বিভিন্ন জায়গায় রেখে দিন। এমনকী যেসব জায়গায় ইঁদুরের আনাগোনা বেশি সেখানে পুদিনা পাতা বেটে লেপে দিন বা পুদিনার তেল স্প্রে করে দিন।

পেঁয়াজ
পচা পেঁয়াজের গন্ধ হল ইঁদুরের যম। কিন্তু পচা পেঁয়াজের গন্ধে আমাদেরও বাড়িতে টেকা দায় হয়ে যাবে তাই টাটকা পেঁয়াজ রাখুন যেখানে ইঁদুরের বেশি যাওয়া আসা।

মাথার চুল

ইঁদুর কিন্তু মানুষের মাথার চুল একদম পছন্দ করে না। একবার যদি চুল মুখে যায় বা পায়ে জড়িয়ে যায় তবে ইঁদুরের মৃত্যু অবধারিত। তাই রাতের বেলায় ঘরের মেঝেতে বা যেখান থেকে ইঁদুর বাড়িতে ঢোকে সেখানে চুল রেখে দিন।

ন্যাপথলিন
গোটা কয়েক ন্যাপথলিন ইঁদুরের বসার পাশে রেখে দিন ইঁদুরের উৎপাত ধীরে ধীরে কমবে।

অ্যামোনিয়া
তরল অ্যামোনিয়ার গন্ধেও ইঁদুরের প্রাণহানি নিশ্চিত। যদি অতিরিক্ত ইঁদুরের উপদ্রব সহ্য করেন তাহলে ২ কাপ তরল অ্যামোনিয়ার সঙ্গে ১০০ মিলি জল ও ২ চা চামচ ডিটারজেন্ট মিশিয়ে ছড়িয়ে রাখুন।

গোলমরিচ
ইঁদুরের বাসস্থানে বা ইঁদুর যেখান থেকে বাড়িতে প্রবেশ করে সেখানে গোলমরিচ দিয়ে দিন। গোলমরিচ এর গন্ধে ইঁদুরের শ্বাস নিতে সমস্যা হয়। অনেক সময় মৃত্যুও ঘটে।

শুকনো গোবর
হাসি পেলেও এটাই ঠিক যে শুকনো গোবর ইঁদুরের কাছে বিষের ন্যায়। ইঁদুর যদি শুকনো গোবর খেয়ে নেয় তবে তার মৃত্যু অবধারিত।

পাউডার
বেবি পাউডার বা ট্যালকম পাউডার ছড়িয়ে রেখে দেখুন ইঁদুর পালাবে।

রসুন
কুচি কুচি করে রসুনকে জলে ভিজিয়ে ইঁদুরের বসার চারপাশে দিন সুরাহা পাবেন।

লবঙ্গ
লবঙ্গর ঝাঁঝালো গন্ধ ও স্বাদ ইঁদুরের পছন্দ নয়। বেশ কয়েকটি গোটা লবঙ্গ কাপড়ে মুড়ে এদিক-ওদিক রেখে দিন। ইঁদুর লবঙ্গর গন্ধ পেলে বা ইঁদুরের মুখে লবঙ্গ পড়লে সেই জায়গায় আর থাকবে না।

লাল লঙ্কাগুঁড়ো
কাপড়ে লাল লঙ্কাগুঁড়ো নিয়ে পুঁটুলি করে বাড়ির কোনায় কোনায় রাখুন ইঁদুর আসবে না। শুধু ইঁদুর কেন পিঁপড়ে ছারপোকাও আসবে না।

বেকিং সোডা
রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘরের কোনাগুলোতে বেকিং সোডা ছড়িয়ে রাখুন দেখবেন তা কাজে দিয়েছে।

 


Skip to content