শনিবার ৫ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

এখন কার আবহাওয়ার হাবভাব বোঝা বড় দায়। কখনও প্যাচপ্যাচে গরম, তো কখনও ঝমঝমে বৃষ্টি। এই সময়ই বাড়িতে অন্যান্য পোকামাকড়ের সঙ্গে সঙ্গে বেড়ে যায় পিঁপড়ের উপদ্রব। তা সে চিনির কৌটো হোক, কিংবা বারান্দার রেলিং। পিঁপড়ের আনাগোনা সর্বত্র। অনেকের বিছানাতেও আবার পিঁপড়ে হানা দেয়। কেউ কেউ পিঁপড়ে তাড়াতে বাজার থেকে আনা নানারকম ওষুধ দিয়েই তাড়ানোর চেষ্টা করেন। তবুও অনেক সময়ই বাজারে পাওয়া ওষুধ খুব বেশি কাজ করে না। কিন্তু জানেন কি, আমাদের রান্নাঘরে এমন কিছু সহজ লব্ধ জিনিস পাওয়া যায়, যা দিয়ে খুব সহজেই পিঁপড়ে তাড়াতে পারবেন।

পিঁপড়ে তাড়াতে তেজপাতা খুব কাজ করে। তেজপাতার গন্ধ পিঁপড়ে একেবারেই সহ্য করতে পারে না। তাই তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিন। দেখবেন পিঁপড়ে আর ঘরে আসবে না।

চিনির কৌটোতে কয়েকটা লবঙ্গ রেখে দিন। এতে চিনির কৌটোতে পিঁপড়ের আনাগোনা দেবে না।
আরও পড়ুন:

শুধু নারীরাই কেন, সঠিক ত্বকের যত্ন প্রয়োজন পুরুষদেরও, রইল পরামর্শ

আপনার সন্তানের কোনও কাজেই মন বসে না? কী দেখে বুঝবেন? কী করণীয়?

বই রাখার সেলফে পিঁপড়ে হানা দিলে বইয়ের ক্ষতি হতে পারে। এই উপদ্রব থেকে বাঁচতে একটা কাপড়ের ছোট পুটুলিতে কয়েকটা লবঙ্গ ও দারচিনি রেখে, পুটলিতা বইয়ের সেলফের যে কোন জায়গায় রেখে দিন। দেখবেন পিঁপড়ের উপদ্রব কমবে।

পুদিনা পাতার কড়া গন্ধ মোটেই পছন্দ নয় পিঁপড়েদের। সামান্য থেঁতো করে এই পাতা রান্নাঘর ও মেঝের কোণের অংশগুলিতে দিয়ে রাখতে পারেন। তা ছাড়া পুদিনা তেল জলের সঙ্গে মিশিয়ে ঘরে স্প্রে করলেও পিঁপড়ের উপদ্রব কমবে।

ঘর মোছার সময় বালতির জলে নিমপাতা বাটা মিশিয়ে নিন। এতে শুধু পিঁপড়ের সঙ্গে সঙ্গে মশা-মাছিও দূর হবে।

ঘরের কোণায় যদি কোনও গর্ত থাকে, সেখানে কর্পূর ফেলে দিন। দেখবেন পিঁপড়ে আনাগোণা কমে যাবে।

অনেকে পিঁপড়ে তাড়ানোর জন্য কেরোসিন তেল দিয়ে ঘর মোছেন। কেরোসিন তেলের পরিবর্তে ঘর মোছার জলে কয়েক ফোঁটা সরষের তেল মিশিয়ে নিন। দেখবেন পিঁপড়েরা ঘর থেকে দুরস্ত।

Skip to content