ছবি প্রতীকী
এখন কার আবহাওয়ার হাবভাব বোঝা বড় দায়। কখনও প্যাচপ্যাচে গরম, তো কখনও ঝমঝমে বৃষ্টি। এই সময়ই বাড়িতে অন্যান্য পোকামাকড়ের সঙ্গে সঙ্গে বেড়ে যায় পিঁপড়ের উপদ্রব। তা সে চিনির কৌটো হোক, কিংবা বারান্দার রেলিং। পিঁপড়ের আনাগোনা সর্বত্র। অনেকের বিছানাতেও আবার পিঁপড়ে হানা দেয়। কেউ কেউ পিঁপড়ে তাড়াতে বাজার থেকে আনা নানারকম ওষুধ দিয়েই তাড়ানোর চেষ্টা করেন। তবুও অনেক সময়ই বাজারে পাওয়া ওষুধ খুব বেশি কাজ করে না। কিন্তু জানেন কি, আমাদের রান্নাঘরে এমন কিছু সহজ লব্ধ জিনিস পাওয়া যায়, যা দিয়ে খুব সহজেই পিঁপড়ে তাড়াতে পারবেন।
● পিঁপড়ে তাড়াতে তেজপাতা খুব কাজ করে। তেজপাতার গন্ধ পিঁপড়ে একেবারেই সহ্য করতে পারে না। তাই তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিন। দেখবেন পিঁপড়ে আর ঘরে আসবে না।
● চিনির কৌটোতে কয়েকটা লবঙ্গ রেখে দিন। এতে চিনির কৌটোতে পিঁপড়ের আনাগোনা দেবে না।
আরও পড়ুন: